Chanakya niti : চন্দ্রগুপ্ত মৌর্যের মহামন্ত্রী আচার্য চাণক্য ছিলেন ভারতীয় সমাজ ও সংস্কৃতির এক কিংবদন্তি পুরুষ। রাজনীতি, অর্থনীতি, সমাজ নীতি ও কূটনীতি বিষয়ে তার গভীর জ্ঞান ছিল।
সমকালে তিনি যেমন এগুলির সাহায্যে চন্দ্রগুপ্ত মৌর্যকে মগধের সফল রাজা হিসাবে প্রতিষ্ঠিত করেছেন, তেমনই পরবর্তীকালের মানুষদের জন্য তিনি তার জীবন দর্শন লিপিবদ্ধ করে গিয়েছেন ‘অর্থশাস্ত্র’ ও ‘চাণক্য নীতি’ নামের গ্রন্থে। এই চাণক্য নীতি গ্রন্থেই আচার্য চাণক্য জানিয়েছেন দুটি জিনিস ত্যাগ করতে পারলেই চিরসুখী হওয়া যায়৷
আচার্য চাণক্য মনে করতেন লোভ মানুষের সুখের সব চেয়ে বড় অন্তরায়। লোভী মানুষ কখনোই কোনো কিছুতে সন্তুষ্ট হন না৷ তাই তিনি কোনোদিন সুখীও হন না। লোভ মানুষকে বিপথে চালিত করে। লোভের কারনে মানুষ অধঃপাতে যায় তাই সব সময় লোভের থেকে দূরে থাকতে বলেছেন আচার্য চাণক্য।
আচার্য চাণক্যের মতে খারাপ কাজ এক ধরনের রোগ। এই রোগ মানুষকে সুখী হতে দেয় না। পাশাপাশি, খুব সহজেই খ্যাতি ও ক্ষমতা নষ্ট করে মন্দ কাজ৷ জীবনে নেতিবাচক প্রভাব বাড়িয়ে কখনোই সুখী হতে দেয় না। তাই খারাপ কাজ থেকে সব সময় দূরে থাকা উচিত।