মেয়েদের এই আকাঙ্খার কাছে হার মানে ছেলেরাও! জেনে নিন কী বলছে চাণক্য নীতি

বাংলাহান্ট ডেস্ক : কথায় বলে নারীর মন বোঝা বড়ই কঠিন। সাহিত্যিক থেকে শুরু করে বড় বড় শিল্পী, বিভিন্ন লেখায় তারা এই কথা বলে গেছেন। এমনকি প্রচলিত আছে দেবতারাও নাকি নারী মনের সন্ধান পান না! তবে আচার্য চাণক্য নারীদের বিষয়ে  বিভিন্ন দিক সামনে এনেছেন। আচার্য চাণক্য (Chanakya) ভারতের ইতিহাসে অন্যতম সেরা পন্ডিত ও কূটনীতিক।

আচার্য চাণক্যর বিভিন্ন নীতি আজও সমাদৃত হয় সমাজের বিভিন্ন ক্ষেত্রে। বাস্তব জীবনে অনেকেই চাণক্য নীতি অনুসরণ করে চলেন। মানুষের জীবনের দৈনন্দিন বিভিন্ন বিষয় সম্পর্কে নীতি শাস্ত্রের বইতে চাণক্য লিখে গেছেন। আচার্য চাণক্য বলে গেছেন নারী মনে এমন অনেক আকাঙ্ক্ষা থাকে যা ছেলেদের থেকেও বেশি হয়।

আরোও পড়ুন : ৮ মাসের অন্তঃসত্ত্বা! তবুও বিরাম নেই কাজে, ভোটের মরশুমে দিনরাত ছুটেছেন পুলিশ সুপার নিবেদিতা

তবে সেইসব আকাঙ্ক্ষা বা ইচ্ছার কথা নারীরা মুখ ফুটে বলতে পারেন না। আচার্য চাণক্যর মতে, নারীদের মধ্যে খিদের তুলনায় লজ্জা, লজ্জায় তুলনায় সাহস আর সাহসের তুলনায় কাম ভাবনা বেশি হয়। চাণক্য বলছেন, পুরুষের তুলনায় নারীদের খিদে থাকে দ্বিগুণ। কথায় রয়েছে লজ্জাই নারীর ভূষণ। চাণক্য বলেছেন পুরুষদের তুলনায় নারীদের লজ্জাও বেশি।

18 06 2023 chanakya niti tips 1 23444961

আবার একজন পুরুষের তুলনায় একজন নারীর সাহস থাকে ছয় গুণ বেশি। সমাজে ধারণা প্রচলিত আছে পুরুষের কাম নারীদের থেকে অনেকটাই বেশি। তবে আচার্য চাণক্য কিন্তু ঠিক উল্টো কথা বলে গেছেন। আচার্য চাণক্যর মতে, পুরুষের তুলনায় নারীর কাম আট গুণ বেশি হয়। তবে লজ্জার কারণে নারীরা সেই কথা বলতে পারেন না।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর