Chanakya Niti: সাপের এই গুণ মেনে চললে হয়ে উঠবেন বীরপুরুষ! জেনে নিন কী বলছে চাণক্য নীতি

বাংলাহান্ট ডেস্ক : আচার্য চাণক্য (Chanakya) ছিলেন ভারতের অন্যতম বড় পন্ডিত ব্যক্তিত্ব। আচার্য চাণক্যর নীতি আজও সমাদৃত সর্বক্ষেত্রে। অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী আচার্য চাণক্য একাধিক উপদেশ দিয়ে গিয়েছেন মানুষের জীবন নিয়ে। ২০২৪ সালে দাঁড়িয়েও অনেকেই মনে করেন আচার্য চাণক্যর নীতি (Chanakya Niti) মেনে চললে জীবনে সফলতা আসবে খুব সহজেই।

চাণক্যের (Chanakya) মতে, সাপের কিছু গুণ রপ্ত করলে ব্যাপকভাবে উপকৃত হবেন।

জীবন হয়ে উঠবে সুখের। প্রকৃতির লীলা খেলা গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে। মানুষের মতোই নানান ধরনের পশু পাখি জীবজন্তু রয়েছে আমাদের চারপাশে। এই পশু পাখিরা বিভিন্ন গুণ বহন করে আসে। চাণক্য (Chanakya) মনে করেন পশু পাখিদের সেই গুণ যদি মানুষ রপ্ত করে তাহলে সফলতা আসবে জীবনে। আচার্য চাণক্য বলেছেন অন্যান্য পশু পাখির মতো অনন্য গুণ রয়েছে সাপের।

আরোও পড়ুন : এই তো সুযোগ! কোজাগরী লক্ষ্মী পুজোর আগেই সোনার দামে এল অবিশ্বাস্য পরিবর্তন

মানুষ মাত্রই সাপ দেখে ভয় পায়। সাপ জীব জগতের অন্যতম বিষাক্ত প্রাণী। সাপের ছোবলে থাকে বিষ। অনেকেই হয়ত জানেন না যে সাপের পা নেই। প্রকৃতিগত দিক থেকে সাপ আদতে খুবই ভীতু একটি প্রাণী। তবে সাপের পা না থাকলেও বা সাপ ভীতু হলেও আমরা সবাই তাকে ভয় পাই, কারণ সাপের রয়েছে বিষ। চাণক্য (Chanakya) মনে করেন সাপ অকুতোভয়।

Acharya Chanakya

চাণক্য বলেছেন, মানুষকে নির্ভীক হতে হবে সাপের মতো। তবেই জীবনে আসবে সাফল্য। ব্যর্থতার ভয় পেলে চলবে না।  তাই সাপের গুণাগুণ যদি মানুষ রপ্ত করতে পারে তাহলে জীবনে সাফল্য আসবে খুব সহজে। পূর্ণ হবে মনের প্রত্যাশা। নিজেকে দুর্বল ভাবলে চলবে না কখনোই। সাপের মতো এগিয়ে যেতে হবে লক্ষ্যে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর