Chanakya: চাকরিজীবীদের জন্য চাণক্যের মোক্ষম মন্ত্র! মেনে চললেই সাকসেস আপনার হাতের মুঠোয়

Published On:

বাংলাহান্ট ডেস্ক : প্রাচীন ভারতের অত্যন্ত সুদক্ষ এক পণ্ডিত ছিলেন আচার্য চাণক্য (Chanakya)। চাণক্যর নীতি আজও সমাজের প্রতিটি স্তরে সমাদৃত। অনেকেই মনে করেন আচার্য চাণক্যর বাণী (Chanakya Niti) মেনে চললে জীবনে সফলতা আসবে খুব সহজেই। যারা চাকরি করেন তাদের জন্য আচার্য চাণক্য বেশ কিছু উপদেশ দিয়ে গিয়েছেন।

কর্মজীবনে সফলতা লাভ করতে হলে মেনে চলুন চাণক্যর (Chanakya) এই কথাগুলি।

আচার্য চাণক্য (Chanakya) মনে করেন কর্মজীবনে খুব বেশি সৎ হওয়া উচিত নয়। সবার কাছে সহজলভ্য হয়ে গেলে মানুষ তাকে ব্যবহার করে। কর্মজীবনে আত্মনিয়ন্ত্রণ খুবই জরুরী। নম্রতা আত্মনিয়ন্ত্রণের মূলমন্ত্র। কোনও কাজ শুরু করলে তা শেষ পর্যন্ত করা উচিত। সেই কাজে সফলতা আসবে নাকি ব্যর্থতা, তার চিন্তা না করে উচিত হবে সেই কাজটি মনোযোগ দিয়ে শেষ করা।

আরোও পড়ুন : ‘ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন চাই না’! রণজয়ের সাথে প্রেম নিয়ে মুখ খুললেন ‘গুড্ডি’ শ্যামৌপ্তি

কোনও কাজ করার আগে নিজেকে তিনটি প্রশ্ন অবশ্যই করুন। এই কাজটি আমি কেন করছি, এই কাজের ফল কী হতে পারে এবং এই কাজে আমি কতটা সফল হব, এই তিনটি প্রশ্ন আপনার কাজের পরিধি সম্পর্কে আপনাকে ধারণা দিতে পারে। আচার্য চাণক্য (Chanakya) মনে করেন শত্রুদের সাথে কখনোই তাল মিলিয়ে চলা উচিত নয়।

chanakya

চাণক্য বলে গিয়েছেন শত্রুদের থেকে সর্বদা দূরে থাকাই শ্রেয়। ভাগ্যের উপর নির্ভর না করে চাণক্য বলে গিয়েছেন কাজের উপর বিশ্বাস রাখতে। যে ব্যক্তি সবকিছু নিয়তির উপর ছেড়ে দেয় সে একসময়ে ধ্বংস হবেই। আপনার কাজের সম্পর্কে আগে থেকে কাউকে না জানানো উচিত। কাজ করতে হয় গোপনে। কাজের ফলাফলের মাধ্যমে মানুষ চিনবে আপনাকে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X