বাংলাহান্ট ডেস্ক / চাণক্য নীতি : ভারতের অন্যতম ঐতিহাসিক কূটনীতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আচার্য চাণক্য ( chanakya) তার চাণক্য নীতিতে (chanakya niti) এই বিশেষ ব্যক্তিত্বের বন্ধুত্ব সম্পর্কে সাবধান হতে বলেছেন।
তিনি বলেছেন বন্ধুত্বের ক্ষেত্রে আমাদের সব সময় সাবধান হতে বলেছেন। তিনি এই ব্যাপারে কিছু উপদেশও দিয়েছেন। তিনি বলেছেন বন্ধুত্বের ক্ষেত্রে এই বিষয়গুলি অনুসরণ করে, তার জীবন ঝামেলা থেকে মুক্ত হয়। তার মতে যে কোনও ব্যক্তি যদি জীবনে সফল হতে চান তবে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের বেছে নেওয়ার ক্ষেত্রে যত্ন নেওয়া উচিত। কারণ কোনও মানুষ তখনই অসফল হন যখন তার প্রিয় জনেরা বিশ্বাস ঘাতকতা করে।
চাণক্য বলেছেন, একমাত্র বিপদে পড়লেই ঠিক বন্ধুকে চেনা যায় কারন একজন বন্ধু কখনোই বিপদের মধ্যে বন্ধুকে একলা রেখে চলে যায় না। সে তার বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়েন৷ যে ব্যক্তি আপনার বিপদে আপনার পাশে নেই তিনি আপনার বন্ধু নয়।
চাণক্যের মতে, যে ব্যক্তি সর্বদা সম্পদ ও প্রতিপত্তি দেখে বন্ধুত্ব রাখে, তাকে এড়িয়ে চলাই শ্রেয়। কারন ধন ও ক্ষমতা না থাকলস এরা আপনাকে ছেড়ে যেতে দুবার ভাববে না।
পাশাপাশি মিথ্যেবাদীদের কখনো বন্ধু হিসাবে গ্রহন না করার পরামর্শ দিয়েছেন তিনি। তার মতে যে নিজের স্বার্থের জন্য মিথ্যে বলতে পারে সে নিজের জন্য আপনার কাছে বা আপনার ব্যাপারেও মিথ্যে বলতে পারে। চাণক্য বলেছেন এই মানুষদের থেকে যত দ্রুত সম্ভব দূরে সরে যেতে।