বাংলাহান্ট ডেস্ক : মানুষের জীবনে বিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। বিয়ে মানে একে অপরের সাথে যেমন সারা জীবন একসাথে থাকার অঙ্গীকার, তেমনই একাধিক দায়িত্ব। আচার্য চাণক্য মনে করেন বিয়ের পর কিছু পরিবর্তন আনা উচিত নারীদের জীবনে। এই পরিবর্তনের ফলে আরো সুখের হবে বিবাহিত জীবন। এখন চারদিকে বিয়ের মরসুম।
এই অবস্থায় আজকের প্রতিবেদনে চাণক্যর বলা এমন চারটি কথা আলোচনা করা হল যেগুলি মেনে চললে সুখের হবে বিবাহিত জীবন। আচার্য চাণক্য বিশ্বের অন্যতম একজন পন্ডিত ও কূটনীতিবিদ। অনেকেই আবার আচার্য চাণক্যকে দেশের সর্বকালের সেরা চিন্তাবিদ হিসাবেও আখ্যা দিয়েছেন। মানুষের জীবনের নানান দিক তুলে ধরে আচার্য চাণক্য বিভিন্ন কথা বলে গেছেন, যার মধ্যে অন্যতম বিবাহিত জীবন সম্পর্কে বলা তার কিছু নীতি।
আরোও পড়ুন : ধনকড়ের মিমিক্রি করলেন কল্যাণ! জাঠদের পাশে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর
• আচার্য চাণক্য বলেছেন একে অপরের পরিপূরক হলেন স্বামী-স্ত্রী। তবে কিছু কথা কখনোই আপনার পার্টনারকে বলা উচিত নয়। চাণক্য বলছেন যদি আপনারা বিবাহিত জীবন সুখের চান তাহলে কখনোই পার্টনারকে শ্বশুরবাড়ি সম্পর্কে কটু কথা বলবেন না। উল্টে প্রশংসা করলে বিবাহিত জীবন হবে মধুর।নারীদের কখনোই স্বামীর বাড়ি সম্পর্কে খারাপ কথা বলা উচিত নয়। আবার বাপের বাড়ির কোনো গোপন কথা স্বামীকে জানানো উচিত নয় স্ত্রীদের।
• আচার্য চাণক্যর মতে স্বামী-স্ত্রীর সর্বদা উচিত আয়ের কিছু অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা। বিয়ের পর অবশ্যই জোর দেওয়া উচিত সঞ্চয়ে। ভবিষ্যতে খারাপ সময় আসলে সেই সঞ্চিত অর্থ একে অপরের কাজে লাগবে।
• স্বামী বা স্ত্রীর কখনোই উচিত নয় অন্য নারী বা পুরুষের সাথে তাদের সঙ্গীর তুলনা করা। এতে আত্মসম্মানে রাখতে পারে স্বামী বা স্ত্রীর।
• চাণক্য বলে গেছেন স্বামী-স্ত্রীর সর্বদা উচিত একে অপরের সাথে ভদ্র ব্যবহার করা। একে অপরকে সম্মান দেওয়া উচিত প্রত্যেকের।