নারী আর টাকার মধ্যে কাকে বাছা উচিত? মাথায় রাখুন চাণক্যের এই নীতি

বাংলাহান্ট ডেস্ক :  (Chanakya) চাণক্য। এই নামটির সঙ্গে পরিচয় নেই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আচার্য চাণক্যকে বিশ্বের অন্যতম সেরা কূটনীতিক বলা হয়ে থাকে। তাঁর বাণী আজও সবার কাছে সমান জনপ্রিয়। চাণক্য পণ্ডিতের নীতি অনুসরণ করলে অনেকেই মনে করেন জীবন আরো সহজ হতে পারে। মানুষের জীবন সম্পর্কে নানান দিক তিনি তুলে ধরেছেন তাঁর বইতে।

এই দক্ষ কূটনীতিবিদ তথা অর্থনীতিবিদ তাঁর নীতি শাস্ত্রের বইতে উল্লেখ করেছেন কীভাবে মানব জীবনের নানান সমস্যার সমাধান হতে পারে অতি সহজে। সফল বিবাহিত জীবনের জন্য আচার্য চাণক্য একাধিক পরামর্শ দিয়েছেন। আচার্য চাণক্য উল্লেখ করেছেন স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক মধুর করতে কী কী উপায় অবলম্বন করা উচিত।

আরোও পড়ুন : গুগল ক্রোম ব্যবহার করার জন্য মাসে মাসে দিতে হবে টাকা! মাথায় হাত ব্যবহারকারীদের

বিবাহিত জীবনে কোন ভুলগুলি এড়িয়ে চলা উচিত সেই বিষয়েও তিনি বলেছেন। এছাড়াও তিনি উল্লেখ করেছেন মহিলাদের কিছু প্রকৃতির কথা। অর্থ না নারী? এই দু এর মধ্যে কাকে বেছে নেবেন আপনি? সেই সম্পর্কে আচার্য চাণক্য কী বলছেন জেনে নেওয়া যাক। চাণক্যের মতে, মূর্খ শিষ্যের প্রচার করা অর্থহীন, দুষ্ট মহিলাকে লালন পালন করা অর্থহীন। 

chanakya 1280x720

যদি আপনি অসুখী মানুষের সাথে মেলামেশা করেন, তাহলে যতই বুদ্ধিমান হোন না কেন আপনি, কষ্ট আপনার নিত্য সঙ্গী হবে। চাণক্য বলছেন, দুষ্ট মহিলা, ধূর্ত ব্যক্তি ও দুষ্ট চাকরের সাথে বাস করা সাপের সাথে বাস করার সমান। চাণক্য মনে করেন চরিত্রহীন নারীরা যে বাড়িতে থাকেন সেই বাড়ির কর্তার মৃত ব্যক্তির মতো অবস্থা হয়। এইভাবে বিপথগামী বন্ধুর সাথে মেলামেশা করাও আপনার জীবনে অভিশাপ হতে পারে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর