বাংলাহান্ট ডেস্ক : জীবনে সফলতা পেতে চাইলে কখনো কখনো চুপ থাকতে হয়। সেই নীরবতাই হয়ে উঠতে পারে আপনার সফলতার অস্ত্র। এই বিষয়ে বলে গিয়েছেন স্বয়ং চাণক্য (Chanakya) পন্ডিত। আমাদের মুখের শব্দ কখনো ভেঙে দিতে পারে কারোর মন, আবার এই মুখের শব্দ আপনাকে জায়গা করে দিতে পারে কারোর মনে।
তাই স্থান-কাল-পাত্র বুঝে কথা বলা সমীচীন বলে মনে করেন আচার্য চাণক্য (Chanakya)। আচার্য চাণক্য বলে গিয়েছেন, এমন কিছু পরিস্থিতি রয়েছে যেখানে মৌন থাকাই বুদ্ধিমানের কাজ। যখন কোনও ব্যক্তি আপনার সাথে নিজের অনুভূতি বা ভালোবাসার কথা শেয়ার করবেন তখন কম কথা বলা উচিত, নয়ত আপনার কোনও মন্তব্য অপর ব্যক্তিটিকে আঘাত দিতে পারে।
মৌন থাকা জীবনের সফলতার অস্ত্র হতে পারে: চাণক্য (Chanakya)
আচার্য চাণক্য (Chanakya) মনে করেন যখন সামনের ব্যক্তিটি আবেগের বশে একটানা কথা বলে যাবেন তখন চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ। অযথা সেই ব্যক্তির সাথে তর্কে না জড়িয়ে মৌন থাকাই হবে আপনার সেরা উত্তর। সেই ব্যক্তির মাথা ঠান্ডা হলে সে নিজে থেকেই বুঝতে পারবে নিজের ভুল। আচার্য চাণক্য বলেছেন শোকগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত ব্যক্তির সাথে কথা বলার চেয়ে সঙ্গ দেওয়াটা জরুরী।
যখন কোনও ব্যক্তি শোকের মধ্যে থাকেন তখন অনেক কথা তাকে আহত করতে পারে। অফিস হোক কিংবা বন্ধু মহল, গসিপ করেন এমন ব্যক্তিদের সামনে চুপ থাকাটাই শ্রেয়। চুপ থাকার মাধ্যমে নেতিবাচক কথাবার্তা এড়িয়ে চলা যায়। মিটিং বা আলোচনা সভায় যদি আপনার যথেষ্ট প্রস্তুতি না থাকে তাহলে সেখানে চুপ থাকুন। বাস্তবসম্মত নয় এমন কথা না বলাই সেখানে ভালো।
আরোও পড়ুন : রয়েছে স্মার্ট ট্রিকস! বেগুন পোকা কি না বুঝে যাবেন চুটকিতে, বাজারে গিয়ে ঠকার দিন শেষ!
বরঞ্চ সেখান থেকে কিছু শেখার চেষ্টা করুন। মাথা গরম করে খারাপ কথা বলার থেকে পরিস্থিতি বুঝে চুপ থাকাটাই শ্রেয়। পরবর্তীকালে আপনার কথার জন্য হয়ত নিজেকেই পস্তাতে হতে পারে। আপনার থেকে কেউ স্পেস চাইলে বা একা থাকতে চাইলে তাকে সেই জায়গাটি করে দিন। এতে সম্পর্কের গভীরতা বৃদ্ধি পায়। এছাড়াও আপনি যে তার প্রতি শ্রদ্ধাশীল সেটিও প্রমাণিত হয়।