চাণক্যর এই ফর্মুলা মানলেই বাজিমাত! সহজেই সফলতার সিঁড়ি চড়তে পারবেন আপনিও

   

বাংলাহান্ট ডেস্ক : মানুষের জীবনের বিভিন্ন অধ্যায় নিয়ে আচার্য চাণক্য (Chanakya) একাধিক দিক নির্দেশ করে গেছেন। অনেকেই মনে করেন আচার্য চাণক্যর এই নীতিগুলি অনুসরণ করলে জীবন অনেক মসৃণ হয়। চাণক্যের এই নীতিগুলি (Chanakya Niti) আমাদের প্রত্যেকের জীবনের বিভিন্ন ক্ষেত্রগুলির সাথে জড়িত।

আজ আমরা আচার্য চাণক্যর এমন একটি টোটকা সম্পর্কে আলোচনা করব যেটি অবলম্বন করলে সহজেই আপনি ধনপতি হতে পারবেন। আচার্য চাণক্যর এই কথা মেনে চললে শত্রুদের রাখতে পারবেন নিজের বশে। আনন্দময় হয়ে উঠবে জীবন। আচার্য চাণক্য বলেছেন, যে মানুষের ক্রোধ নেই, তার সবাইকে আপন করে নেওয়ার ক্ষমতা রয়েছে। 

আরোও পড়ুন : এক্কেবারে বন্ধ টোটোর দাদাগিরি! রাতারাতি উধাও রাস্তার জ্যাম, খেল দেখাল বাংলার ‘এই’ জায়গা

এই স্বভাবের জন্য এমন মানুষেরা বিশ্ব জয় করতে পারেন। আচার্য চাণক্যর মতে নিজের জীবনে উন্নতি চাইলে ত্যাগ করতে হবে ক্রোধ। আচার্য চাণক্য মনে করেন যদি রাগ করতেই হয় তাহলে প্রথমে নিজের উপর রাগ করা উচিত। এই পন্থায় একজন মানুষ স্ববিচার বিবেচনা করতে পারেন। আচার্য চাণক্য বলে গেছেন যে রাগ বা ক্রোধ মানুষকে বিপথে চালিত করে।

11 05 424273317chanakya nit3 1

ক্রোধের কারণে নষ্ট হয়ে যায় বিচার শক্তি। আচার্য চাণক্য মনে করেন একজন ব্যক্তির কোনও পরিস্থিতিতে কখনোই উচিত নয় বিনা কারণে রাগান্বিত হওয়া। আচার্য চাণক্য বলে গেছেন সর্বদা উচিত মিষ্টি বাণীর অধিকারী হওয়া। সুমধুর কথায় সাফল্য আসে। মিষ্টি কথার মাধ্যমে মানুষ অনেক কঠিন কাজ সহজেই করে নিতে পারে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর