চাণক্যের মতে এই ৩ অভ্যাস ত্যাগ করলেই মা লক্ষীর আশির্বাদ বর্ষিত হবে আপনার ওপর

Chanakya niti :  আচার্য চাণক্য (chanakya) ভারতের অন্যতম শ্রেষ্ঠ রাজনীতিবিদ ও কূটনীতিক।  পাশাপাশি তিনি ছিলেন চন্দ্রগুপ্তের মহামন্ত্রী ও প্রধান পরামর্শদাতা৷ তার সমস্ত বানী ও নীতি তিনি সংকলিত করেছেন ‘অর্থশাস্ত্র’ ও ‘চাণক্য নীতি’ গ্রন্থদুটিতে। এই গ্রন্থে আচার্য চাণক্য জানিয়েছেন এই তিন কারনে লক্ষী ত্যাগ করেন মানুষকে।

বলা হয়ে থাকে লক্ষী চঞ্চলা। তিনি এক জায়গায় বেশীক্ষণ স্থায়ী থাকেন না৷ লক্ষী যে বাড়িতে অধিষ্ঠান করেন সেই বাড়ি যেমন সম্পদ, ঐশ্বর্য,  সুখ ও স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ হয় তেমনই তিনি যে বাড়ি ত্যাগ করেন সেই বাড়িতে নেমে আসে শোক ও দুঃখের করাল ছায়া। আচার্য চাণক্য বলেছেন, এই তিনটি বদভ্যাসের জন্য লক্ষী ত্যাগ করেন মানুষকে।

chanakya

১.অপমান করার অভ্যাস
যিনি অন্যকে অপমান করেন তাকে মা লক্ষী কখনোই পছন্দ করেন না। অপমানকারীকে মা লক্ষী ত্যাগ করেন। তাই কোনো অবস্থাতেই কাউকে অপমান করবেন না। এই অভ্যাস ত্যাগ না করতে পারলে আপনার জীবন থেকে মা লক্ষী চলে যাবেন

২. লোভ
লোভ মানুষকে বিপথগামী করে তোলে। লোভের বশে মানুষ এমন অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলে যা তাকে পতনের দিকে নিয়ে যায়। লোভী মানুষ কখনোই মা লক্ষীর কৃপা দৃষ্টি লাভ করতে পারেন না।

৩.রাগ
আমাদের অনেকেই অল্পে রাগ মাথায় চড়ে যায়, আবার অনেকেই রাগ করেন না। খেয়াল করে দেখবেন যারা রাগ করেন না তাদের জীবনে সুখ অনেক বেশী স্থায়ী হয়। চাণক্য জানাচ্ছেন, রাগী মানুষকে মা লক্ষী কখনোই পছন্দ করেন না এবং শীঘ্র পরিত্যাগ করেন। সুতরাং মা লক্ষীর কৃপাদৃষ্টিতে থাকতে  এই তিন বদ অভ্যাস যত শীঘ্র সম্ভব ত্যাগ করুন।

সম্পর্কিত খবর