বাংলাহান্ট ডেস্ক : মাথা ঠান্ডা করেই সংসার চালানোর মতো ক্ষমতা সব গৃহকর্তা বা গৃহকর্ত্রীর থাকে না। তবে যাদের এই গুণ থাকে তারাই কিন্তু হয়ে ওঠেন আদর্শ গৃহকর্তা বা গৃহকর্ত্রী। ঠিক ভুলের মধ্যে পার্থক্য রেখে সংসার চালানো চ্যালেঞ্জের বিষয়। বাড়ির বটগাছ হলেন গৃহকর্তা। সংসারে সুখ স্বাচ্ছন্দ বজায় রাখতে গৃহকর্তাদের কিভাবে নিজেদের সংযমে রাখা উচিত তা লেখা রয়েছে চাণক্য নীতিতে (Chanakya Niti)।
চাণক্য নীতিতে (Chanakya Niti) গৃহকর্তার চার গুণ
অযথা ব্যয় না করা:- বাড়ির প্রধান হবেন বিচক্ষণ ও বুদ্ধিমান। পরিবারের চাহিদা অনুসারে ব্যয় সীমিত রাখা প্রয়োজন। অযথা খরচ করতে নেই। এর ফলে দ্রুত পরিবারের উন্নতি ঘটে এবং ভবিষ্যতের জন্য সম্পদ সঞ্চয় করাটাও সহজ হয় বলে জানিয়েছেন চাণক্য (Chanakya)।
আরোও পড়ুন : ৪০০’র বেশি শূন্যপদ! কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে IOCL! প্রকাশ্যে এল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
শৃঙ্খলা:- বাড়ির প্রধান সদস্যের সব সময় শৃঙ্খলা পরায়ন হওয়া প্রয়োজন। পরিবারের মধ্যে শৃঙ্খলা বজায় রাখলে যে কোন কাজে সফলতা অর্জন করা যায়। এর মাধ্যমে বাড়ির সদস্যরা জীবনে উন্নতি করতে পারেন।
আরোও পড়ুন : এবার এই ফল দিয়েই হবে লক্ষ্মীলাভ! প্রচুর চাহিদা বিশ্বজুড়ে, একবার চাষ করেই দেখুন না কী হয়!
বৈষম্য সৃষ্টি না করা:- পরিবারের সদস্যদের মধ্যে কখনোই বৈষম্য বা বিভেদ করা উচিত নয় পরিবারের প্রধান সদস্যের। সকলের সম্পর্কে একই চেতনা বজায় রাখতে হয়। সকলের জন্য পারিবারিক নিয়মকানুন সমান রাখতে হয়।
দ্রুত ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা:- চাণক্য নীতি (Chanakya Niti) বলে, যেকোনো পরিস্থিতিতে একজন গৃহকর্তা বা গৃহকর্ত্রী সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখলে পরিবারের উন্নতি অবশ্যম্ভাবি। কারণ পরিবারের প্রধান যিনি থাকেন তার সিদ্ধান্ত পরিবারের সকলে মেনে চলেন। তাই তার সিদ্ধান্ত যেন কারোর পক্ষে ক্ষতিকারক না হয়ে ওঠে সেদিকে সবসময় নজর দেওয়া উচিত।