চাণক্য নীতি: জীবন ছোট, কোনও কিছুই কালকের জন্য ফেলে রাখবেন না

বাংলাহান্ট ডেস্ক:  ভারতের ইতিহাসে চাণক্য একজন মহান তথা বিচক্ষণ পুরুষ। একাধারে তিনি ছিলেন রাজপরামর্শদাতা, শিক্ষক, দার্শনিক ও অর্থনীতিবিদ। তাঁর সময়কাল থেকে এখনও পর্যন্ত তাঁর পরামর্শ ও নীতি মানুষের দৈনন্দিন জীবনে প্রচুর সাহায্য করেছে। চাণক্যের লেখা ‘চাণক্য নীতি’ ও  ‘অর্থশাস্ত্র’ বইদুটি সমকালীন সমাজ ও অর্থনীতিতেও একই রকম তাৎপর্যপূর্ণ।

চাণক্য তাঁর চাণক্য নীতিতে বেশ কয়েকটি উপদেশ লিখে গিয়েছেন। চাণক্যের মতে, কোনও কিছুই কালের জন্য ছেড়ে রাখা উচিত নয়। এর জন্য পরে সমস্যার সম্মুখীন হতে হবে। চাণক্য নীতিতে মানুষকে অলসতা ত্যাগ করার পরামর্শ দিয়েছেন তিনি। এই কারণেই এখনও পর্যন্ত চাণক্যকে সবাই মেনে চলেন।

chanakya A

চাণক্য বিশ্বাস করতেন, জীবন খুবই ছোট। এইজন্য কোনও কিছুই কালকের জন্য ফেলে রাখা উচিত নয়। আত্মার শুদ্ধির জন্য যত তাড়াতাড়ি সম্ভব প্রয়াস করা উচিত। ছলনা থেকে দূরে থেকেই ভাল থাকা সম্ভব। চাণক্য আরও মানতেন সময় কখনও নষ্ট করা উচিত নয়।

যবতস্বস্তো হরিণা দেহো যবনমৃশ্যুষতুর: ত্বাদতমাহিতম্ কুর্যাত প্রানন্তে

যতদিন পর্যন্ত মৃত্যু দূরে রয়েছে ততদিন পর্যন্ত আত্মকল্যাণের জন্য যত দূর সম্ভব চেষ্টা করা উচিত। কারণ মৃত্যুর পর আর কোনও কিছুই করা সম্ভব নয়।


Niranjana Nag

সম্পর্কিত খবর