প্রধানমন্ত্রীর এই ৭ গুণ থাকলেই হবে বাজিমাত! দুর্দান্ত উন্নতি হবে দেশের, বলেছেন স্বয়ং চাণক্য

বাংলাহান্ট ডেস্ক: দেশের প্রধান নেতা নেতৃত্ব দেন দেশকে। সেই নেতার নেতৃত্ব প্রদানের ক্ষমতার উপর নির্ভর করে দেশের ভবিষ্যৎ। আচার্য চাণক্য (Chanakya) বলে গেছেন একজন শক্তিশালী মাথার মানুষের কাছেই সুরক্ষিত থাকতে পারে দেশ। আচার্য চাণক্যকে (Chanakya) সর্বকালের অন্যতম সেরা কূটনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত করা হয়।

প্রধানমন্ত্রীর গুণের কথা বলেছেন চাণক্য (Chanakya)

আজও আচার্য চাণক্যর কথা অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করেন অনেকেই। তিনি দেশের প্রধান ব্যক্তির কিছু গুণের ব্যাপারে আলোচনা করে গেছেন যেগুলি থাকলে দেশ সুরক্ষিত হবে বলে তাঁর মত। চাণক্য (Chanakya) পন্ডিত বলেছেন দেশের প্রধান ব্যক্তির শক্তি উন্নতি নিয়ে আসে দেশে। মানসিক, শারীরিক ও আধ্যাত্মিক শক্তির কথা চাণক্য বলে গেছেন।

আরোও পড়ুন : আরেব্বাস! খেল দেখাচ্ছে BSNL! খরচ হবে না ২০০ টাকাও, মিলবে ৭০ দিনের বৈধতা; জাস্ট দেখুন প্ল্যানটা

চাণক্যর মতে, সঠিক সময়ে বন্ধুর জন্য বন্ধুত্ব প্রদর্শন ও শত্রুর জন্য শক্তি প্রদর্শন অত্যন্ত প্রয়োজনীয়। সময় ও পরিস্থিতি অনুযায়ী নেতাদের তা পালন করা উচিত।দেশের প্রধানমন্ত্রীর (Prime Minister) বিদেশ নীতিতে অবশ্যই উচিত জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া। তার জন্য শেষ অস্ত্র  হওয়া উচিত যুদ্ধ। তার আগে অবলম্বন করতে হবে ছয়টি গুরুত্বপূর্ণ পদ্ধতি। 

আরোও পড়ুন : ভাসুর স্নেহাশিসের বিয়ে, শহরে থেকেও একবারের জন্য গেলেন না ডোনা!কেন দূরত্ব বাড়ালেন সৌরভও ?

সেগুলি হল- সন্ধি, সমন্বয়, দ্বৈত নীতি, স্থবিরতা, যুদ্ধের প্রস্তুতি এবং কূটনৈতিক যুদ্ধ। প্রজা ও প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক যে বজায় রাখে সেই নেতা আদর্শ। সময় এলে এই সম্পর্কগুলি জননেতাকে আরো জনপ্রিয় করে তোলে। কোনও লক্ষ্য তৈরি করলে একজন নেতার সেই দিকে অগ্রসর হওয়ার নীতি নির্ধারণ করা উচিত।

chanakya

প্রত্যেক প্রধানমন্ত্রীর উচিত সঠিক উপদেষ্টা নির্বাচিত করা। উপদেষ্টা সর্বদা সঠিক ও ভুল নির্দেশ চিহ্নিত করে দেবে এবং উপযুক্ত পরামর্শ প্রদান করবে। আচার্য চাণক্য (Chanakya) মনে করেন জনগণের অন্যায়ের খেসারত বহন করতে হয় দেশকে। তাই তিনি প্রধানকে কঠোর শাস্তি দেওয়ার পরামর্শ দিয়েছেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর