Chanakya: সাবধান! ভুল করেও বাস করবেন না এই চার স্থানে! ঘটবে ভয়ঙ্কর সর্বনাশ, বলেছেন চাণক্য

বাংলাহান্ট ডেস্ক : মৌর্য যুগের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত চাণক্য (Chanakya)। তিনি কৌটিল্য নামেও পরিচিত । মূলত অর্থশাস্ত্র লেখার জন্য তাঁকে এখনো মনে রেখেছে মানুষ। মহান শিক্ষকের পাশাপাশি তিনি একজন বিদ্বান ব্যক্তি। কথিত আছে, চাণক্য (Chanakya) নীতি নিয়মিত অধ্যয়ন করলে জীবন দর্শন খুব সোজা হয়ে যায়। কৌটিল্য (Chanakya) নিজের নীতিমালায় এমন পাঁচটি জায়গার কথা উল্লেখ করেছেন, যে জায়গাগুলিকে কোন ব্যক্তির বসবাসের জন্য বেছে নেওয়া উচিত নয়।

বসবাসের স্থান নিয়ে চাণক্যের (Chanakya) মত

যে স্থানের মানুষ ঈশ্বরে বিশ্বাসী নয়, কিংবা যেখানে মানুষ পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল নয়, সেই স্থানে কখনোই সমাজবদ্ধ উন্নতিকামী মানুষের বসবাস করা উচিত নয়। এমনটাই মনে করেন কৌটিল্য।

জীবিকা নির্বাহ কিংবা উপার্জনের উপায় নেই এমন সব স্থানে কোন ব্যক্তির বসবাস করা উচিত নয়। যে স্থানে কর্মসংস্থানের উপায় বা সম্ভাবনা নেই সেখানে সংসার চালানো অসম্ভব। তাই এই ধরনের জায়গাগুলিকে কখনোই কোন ব্যক্তির বাসস্থান হিসেবে বেছে নেওয়া উচিত নয়।

আরোও পড়ুন : মাস গেলে মোটা মাইনে, কপাল খুলবে কর্মপ্রার্থীদের! বিজ্ঞপ্তি প্রকাশ IBPS’র, কিভাবে অ্যাপ্লাই করবেন?

কৌটিল্য মনে করেন, যেসব জায়গার অধিকাংশ মানুষ সমাজ কিংবা তার আইনিকে ভয় করেনা, কিংবা কর্মফল নিয়েও ভাবিত নয়, সেইসব স্থানে সুশীল সমাজবদ্ধ মানুষের বসবাস করা অসম্ভব। কারণ নিরাপত্তাহীনতায় ভুগতে হয়।

যেসব জায়গার মানুষ পরশ্রীকাতর বা স্বার্থপর সেই সব স্থানে বসবাস করা অনুচিত। কারণ এইসব জায়গায় বসবাসকারী ব্যক্তিরা দুশ্চিন্তা দুর্ভোগ এবং অশান্তিতে জর্জরিত থাকেন। এ কথা নিজেই বলেছেন আচার্য চাণক্য।

chanakya

কৌটিল্য মনে করেন, যেসব স্থানে বসবাসকারী অধিকাংশ মানুষ কখনো দান ধ্যানের প্রতি ইচ্ছে প্রকাশ করেননি, অপরের সমস্যায় ছুটে যাননি সেই সব জায়গায় সমাজবদ্ধ মানুষের বসবাস করা উচিত নয়। কারণ নিরাপত্তাহীন হওয়ার পাশাপাশি সঙ্গীহীন এবং স্বার্থপর মানুষ হয়ে ওঠার সম্ভাবনা থাকে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর