ভাগ্য নিয়ে চাণক্যের কথা, আজও মেলে সবার জীবনেই

বাংলাহান্ট ডেস্ক : চাণক্য (Chanakya)। তিন অক্ষরের শব্দ। তবুও প্রাচীন ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে চাণক্যের নাম। তিনি শুধুমাত্র একজন বড় কূটনীতিবিদ ও অর্থনীতিবিদই ছিলেন না, সেইসঙ্গে পন্ডিত ও বিখ্যাত দার্শনিকও ছিলেন। ইতিহাস ঘাটলে দেখা যাবে, তার লেখা গ্রন্থের কথা আজও মানুষের জীবনযাত্রার সঙ্গে ভীষণভাবে প্রাসঙ্গিক।

শাস্ত্রজ্ঞ ব্যক্তিরা এ কথা বিশ্বাস করেন, যে কোনও বিপর্যয়েও অবিচল থাকার শক্তি ও শিক্ষা মেলে আচার্য চাণক্যের এই দর্শন থেকে। শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের মতে, যাঁরা চাণক্যের জীবন দর্শন আত্মস্থ করতে পেরেছেন, যে সকল ব্যক্তি আচার্য চাণক্যের নীতি নিয়মিত অধ্যয়ন করেন, তাঁদের জীবন থেকে দুঃখ-দুর্দশা সহজেই দূর হয়।

চাণক্য নীতি মেনে চললে জীবনে সফলতা আসে। আর সেই কারণেই চাণক্যের নীতি আজও প্রধান বিষয়বস্তু হিসেবে আলোচনার সময় উঠে আসে। আসলে, বিশ্ব সংসার সম্পর্কে তার জ্ঞান ছিল অপার৷ কী করলে আপনার জীবন সুখের হবে সেই সম্পর্কেই বিশদ বর্ণনা দিয়েছেন তিনি৷ পাশাপাশি, ভাগ্য (Fate) আমাদের জীবনকে কীভাবে প্রভাবিত করে সেই বিষয়েও উল্লেখ করেছেন তিনি।

chanakya

আচার্য চাণক্যের মতে, একজন মানুষের জীবনের আয়ু কত বছর হতে পারে, সেকথা আগেই ভাগ্যে লেখা থাকে। কোন ব্যক্তির কর্মজীবন কেমন হবে সেই বিষয়টিও ভাগ্যের কাছে বাঁধা। এমনকি, মানুষের জীবনের সুখ দুঃখও আগে থেকেই ঠিক করা আছে। অর্থের মত জ্ঞানও পূর্বনির্ধারিত বলেই উল্লেখ করছেন চাণক্য। এমনকি, লাখ লাখ টাকা পয়সা দিয়েও যে মানুষের মৃত্যু ঠেকানো সম্ভব নয়, এটিও চাণক্যেরই মত।

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর