বাংলাহান্ট ডেস্ক: ভারতের ইতিহাসে চাণক্য (chanakya) একজন মহান তথা বিচক্ষণ পুরুষ। একাধারে তিনি ছিলেন রাজপরামর্শদাতা, শিক্ষক, দার্শনিক ও অর্থনীতিবিদ। তাঁর সময়কাল থেকে এখনও পর্যন্ত তাঁর পরামর্শ ও নীতি মানুষের দৈনন্দিন জীবনে প্রচুর সাহায্য করেছে। চাণক্যের লেখা ‘চাণক্য নীতি’ ও ‘অর্থশাস্ত্র’ বইদুটি সমকালীন সমাজ ও অর্থনীতিতেও একই রকম তাৎপর্যপূর্ণ।
চাণক্য যুবকদের জন্য বেশ কিছু নির্দেশ দিয়ে গিয়েছেন যা মেনে চললে তারা জীবনে সফলতা অর্জন করতে পারবে। তাঁর মতে যবাবস্থা এমন একটি সময় যখন সবথেকে বেশি সাবধানতা অবলম্বন করা সবথেকে বেশি জরুরি। এই সময় ভুল রাস্তায় চলে গেলে সারা জীবন অনুশোচনা করতে হয়। চাণক্য বলেন, নেশার মতো খারাপ স্বভাব এই বয়সেই হয়। তাই এই সময় যুবকদের সতর্ক থাকা উচিত।
কুসঙ্গ এড়িয়ে চলা- চাণক্যের মতে জীবনের লক্ষ্য যুবাবস্থাতেই ঠিক করে নেওয়া উচিত। এই বয়সের একটু ভুল সারা জীবন নষ্ট করে দেওয়ার পক্ষে যথেষ্ট। এইজন্য এই বয়সে ব্যক্তির সচেতন থাকা দরকার। সঙ্গের প্রভাব ও এই বয়সেই সর্বাধিক হয়। তাই এমন বন্ধু বানানো দরকার যে জীবনে এগিয়ে যেতে প্রেরণা দেবে।
স্বাস্থ্যের খেয়াল রাখা- এই বয়সে স্বাস্থ্যের খেয়াল রাখাও খুব জরুরি। স্বাস্থ্য ভাল থাকলে মস্তিষ্কও ভাল কাজ করে। শারীরিক ভাবে সুস্থ ব্যক্তি সৃজনশীল হন। এতে তাদের ভবিষ্যতও উজ্জ্বল হয়। বিদ্যার্জনের পাশাপাশি খেলাধূলা করাও দরকারি এই বয়সে।
নেশা থেকে দূরত্ব বজায় রাখা- যুবাবস্থা এমন একটা সময় যখন খারাপ জিনিয়ের প্রতি আকর্ষণ বেশি হয়। তাই এই সময় খারাপ জিনিসের নেশা হয়ে গেলে তা দূর করতে ভবিষ্যতেও অনেক সময় বরবাদ হয়। নেশাও এমনই একটি খারাপ অভ্যাস যা পুরো জীবন নষ্ট করে দিতে পারে। চাণক্যের মতে নেশা শুধুমাত্র ব্যক্তিকেই গ্রাস করে না, তার সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের জীবনও প্রভাবিত করে।