বাংলাহান্ট ডেস্ক: ভারতের ইতিহাসে চাণক্য একজন মহান তথা বিচক্ষণ পুরুষ। একাধারে তিনি ছিলেন রাজপরামর্শদাতা, শিক্ষক, দার্শনিক ও অর্থনীতিবিদ। তাঁর সময়কাল থেকে এখনও পর্যন্ত তাঁর পরামর্শ ও নীতি মানুষের দৈনন্দিন জীবনে প্রচুর সাহায্য করেছে। চাণক্যের লেখা ‘চাণক্য নীতি’ ও ‘অর্থশাস্ত্র’ বইদুটি সমকালীন সমাজ ও অর্থনীতিতেও একই রকম তাৎপর্যপূর্ণ।
চাণক্য তাঁর চাণক্য নীতিতে বেশ কয়েকটি উপদেশ লিখে গিয়েছেন। চাণক্যের মতে, কোনও কিছুই কালের জন্য ছেড়ে রাখা উচিত নয়। এর জন্য পরে সমস্যার সম্মুখীন হতে হবে। চাণক্য নীতিতে মানুষকে অলসতা ত্যাগ করার পরামর্শ দিয়েছেন তিনি। এই কারণেই এখনও পর্যন্ত চাণক্যকে সবাই মেনে চলেন।
জীবনে সফল হওয়ার জন্য বেশ কিছু উপদেশ দিয়েছেন চাণক্য। তিনি বলেছেন, নিজের ভুলগুলো থেকে শেখা উচিত। সেই ভুল যাতে ভবিষ্যতে পুনরায় আর না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। চাণক্য নীতি অনুযায়ী, শুধুমাত্র নিজের ভুল নয়, অন্যদের ভুল থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত। এই সব বিষয়ে যদি মনোযোগ দেওয়া যায় তাহলে জীবনে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। নিজের ক্ষমতা বুঝে কাজ করা উচিত। ক্ষমতার বেশি কাজ করলে তাতে অসফল হওয়ার সম্ভাবনা বেশি।
চাণক্য বলেছেন, আয় ব্যয়ের সবসময় হিসাব রাখতে। ব্যয় যেন আয়ের থেকে বেশি না হয়। অর্থ সঞ্চয়ের অভ্যাস রাখা উচিত। অতীতের কোনও কাজের জন্য অনুশোচনা রাখা উচিত নয়। ভর্তমানে বাঁচার পরামর্শ দিয়েছেন চাণক্য। তিনি আরও বলেছেন, কোনও কাজ করার আগে নিজেকে তিনটি প্রশ্ন করবেন। কাজটা কেন করছেন, এর কী পরিনাম হবে এবং কাজে সফলতা পাবেন কিনা। প্রশ্নগুলির সদুত্তর পেলে তবেই শুরু করুন কাজ।