বাংলাহান্ট ডেস্ক: অবিকল মৃণাল সেন (Mrinal Sen)! বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরীর (Chanchal Chowdhury) সাম্প্রতিকতম ছবি দেখে সকলেই বলছেন এই কথাই। কিংবদন্তি পরিচালকের বায়োপিক ‘পদাতিক’এ মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সিরিজে চঞ্চল চৌধুরীর প্রথম লুক প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। মৃণাল সেনের অদ্ভূত সাদৃশ্য দেখে অবাক সকলেই।
সেই একই রকম চুলের স্টাইল, চশমার ফ্রেম, দু আঙুলের ফাঁকে সিগারেট ধরার কায়দা। প্রথম ঝলকে বাস্তবিকই মৃণাল সেন হয়ে উঠেছেন চঞ্চল চৌধুরী। কিন্তু পর্দায় কিংবদন্তির চরিত্রে অভিনয় করতে কতটা আত্মবিশ্বাসী তিনি? সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেতা বলেন, মৃণাল সেনের চরিত্রে অভিনয় করতে সাহস লাগে। সেই সাহস বা যোগ্যতা আছে কিনা সেটা বিচার করার আগে চঞ্চল চৌধুরী বলেন, একজন তৃতীয় ব্যক্তির দৃষ্টিভঙ্গি থেকে দেখতে গেলে তাঁর অবিশ্বাস্য লাগছে।
তবুও এই কাজটা করতে আগ্রহী অভিনেতা। কারণ কাজের প্রতি লোভ, সৃজিত মুখোপাধ্যায়ের ছবি দেখে তাঁর সঙ্গে কাজ করার ইচ্ছা এবং সর্বোপরি মৃণাল সেনের মতো একজন কিংবদন্তির চরিত্রে অভিনয় করে ইতিহাসের অংশ হওয়ার লোভ, সব মিলিয়ে এই বায়োপিক নিয়ে খুবই উৎসাহী চঞ্চল চৌধুরী।
লুকের দিক থেকে দর্শক সন্তুষ্ট। কিন্তু মৃণাল সেনকে বুঝতে কীভাবে প্রস্তুতি নিচ্ছেন চঞ্চল চৌধুরী? তিনি জানান, বেশ কিছু বই, ভিডিও নিয়ে চর্চা করছেন তিনি। পরিচালকের ছবি তৈরির উদ্দেশ্য, বক্তব্য সবটাই বোঝার চেষ্টা করছেন তিনি। তবে অভিনেতা জানান, তিনি যদি আরো একটু সময় পেতেন তাহলে সুবিধা হত। তবুও নিজের দিক থেকে সম্পূর্ণটা দিয়ে তিনি চেষ্টা করছেন পর্দায় পরিচালক মৃণাল সেন হয়ে ওঠার।
https://www.instagram.com/p/CnWKMxcLO6o/?igshid=YmMyMTA2M2Y=
প্রখ্যাত মেকআপ শিল্পী তথা প্রস্থেটিক মেকআপের জাদুকর সোমনাথ কুণ্ডু রয়েছেন চঞ্চল চৌধুরী এবং মনামী ঘোষের লুকের পেছনে। পরিচালক পত্নি গীতা সেনের চরিত্রে অভিনেত্রীর প্রথম লুকও প্রকাশ্যে এসেছে। আগামী ১৫ জানুয়ারি থেকে কলকাতায় শুরু হবে ‘পদাতিক’ এর শুটিং।