বাংলাহান্ট ডেস্ক: মানুষ চলে যায়। রয়ে যায় কেবল স্মৃতিটুকু। সেটাই আঁকড়ে ধরে বাঁচা। অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury) বাবাকে হারিয়েছেন এক মাস হয়ে গেল। দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসেছিলেন চঞ্চল চৌধুরী। তারপরেই গত ২৭ ডিসেম্বর প্রয়াত হন অভিনেতার বাবা রাধা গোবিন্দ চৌধুরী।
বাবাকে হারিয়ে ভেঙে পড়েছিলেন অভিনেতা। জীবনের প্রতি পদে ফিরে আসছিল বাবার স্মৃতি, অনুভব করছিলেন মানুষটার অভাব। মনের কথাগুলো সোশ্যাল মিডিয়ায় লেখার মাধ্যমে উজাড় করে দিচ্ছিলেন চঞ্চল চৌধুরী। আগামীতে মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’এ মুখ্য ভূমিকায় দেখা যাবে তাঁকে। অভিনেতার সাম্প্রতিক পোস্টে মৃণাল সেন আর তাঁর স্বর্গীয় বাবা মিলেমিশে এক হয়ে গিয়েছেন।
বাবার একটি পুরনো ছবি শেয়ার করেছেন চঞ্চল চৌধুরী। সঙ্গে লিখেছেন, ‘আজ একমাস হয়ে গেল “বাবা”কে হারিয়েছি….॥ কি গভীর যন্ত্রনায় একমাস পার করেছি, তা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। এভাবেই দিন যাবে,মাস যাবে,বছর যাবে…. কিন্তু বাবাকে আর ফিরে পাবো না, দেখতে পাবো না, বাবা বলে ডাকতে পারবো না। যারা পিতৃহারা হয়েছেন,এই গভীর শোক শুধু তাদেরকেই স্পর্শ করেছে’।
ছবিটার ব্যাপারে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘বাবা এভাবেই বাড়ির উঠোনে বসে রোদ পোহাতো। আমাদের বাড়িতে কেউ একজন কোনদিন এসে বাবার এই ছবিটা তুলেছিলেন….. কয়েকদিন আগে আমাকে পাঠিয়েছেন’। এরপরেই অভিনেতা জানিয়েছেন, মৃণাল সেনের বায়োপিক করার ইচ্ছা প্রথমে তাঁর ছিল না। অনেক বার এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু সৃজিত মুখোপাধ্যায় পিছু ছাড়েননি।
এখন বাবার বসার আর গালে হাত দেওয়ার ভঙ্গি দেখে চমকে উঠেছেন চঞ্চল চৌধুরী। অনেকটা কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের মতোই। অভিনেতার কথায়, সিনেমাটা বোধহয় তাঁর নিয়তিতেই লেখা ছিল।