বাংলাহান্ট ডেস্ক: বিশ্ব দরবারে আরো একবার বাঙালির মুখ উজ্জ্বল হল। সম্মানিত হলেন প্রখ্যাত অভিনেতা চন্দন সেন (Chandan Sen)। অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় ‘দ্য ক্লাউড অ্যান্ড দ্য ম্যান’ ছবিতে সেরা পুরুষ অভিনেতা হিসাবে রাশিয়ায় ‘প্যাসিফিক মেরিডিয়ান চলচ্চিত্র উৎসব’এ সম্মান অর্জন করলেন তিনি।
অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের ছবিতে চন্দন সেন ছাড়াও দেখা গিয়েছিল ব্রাত্য বসু, দেবেশ চৌধুরীদের। সম্পর্কের গল্প বলেছিল ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি। সেই ছবিতেই অনবদ্য অভিনয়ের জন্য সেরা পুরুষ অভিনেতা হিসাবে পুরস্কৃত হলেন চন্দন সেন।
সোশ্যাল মিডিয়ায় সুখবর জানিয়ে অভিনেতাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘ভারতীয় নির্দেশক অভিনন্দন ব্যানার্জী নির্দেশিত “ক্লাউড এন্ড ম্যান” ছবিতে অভিনয়ের জন্য রাশিয়ার প্যাসিফিক মেরিডিয়ান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পুরুষ অভিনেতার পুরস্কার পেলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আমাদের সকলের প্রিয় অভিনেতা চন্দন সেন… অভিনন্দন’।
১৯৭৭ সালে থিয়েটারের মঞ্চে অভিনয়ে হাতেখড়ি হয় চন্দন সেনের। তখন তাঁর বয়স মাত্র ১৪ বছর। ১৯৯৭ সালে ‘নাট্য আনন’ নাট্য গোষ্ঠীতে যোগ দেন তিনি। থিয়েটারের মঞ্চ, বড়পর্দা, ছোটপর্দা তিন মাধ্যমেই দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন তিনি।
বো ব্যারাকস ফরএভার, ম্যাডলি বাঙালির মতো ছবির সঙ্গে সঙ্গে একাধিক সিরিয়ালেও অভিনয় করেছেন চন্দন সেন। তাঁর শেষ ছবি ‘শর্ট কার্ট’। অন্যদিকে ছোটপর্দায় তাঁকে শেষ বার দেখা গিয়েছিল ‘খড়কুটো’ সিরিয়ালে। চন্দন সেনের ব্যক্তিগত জীবনটাও সিনেমার থেকে কম নয়।
ক্যানসার জয় করেছেন চন্দন সেন। ২০১০ সালে ফলিকিউলার লিম্ফোমা রোগে আক্রান্ত হন তিনি। দীর্ঘদিন কেমোর যন্ত্রণা সহ্য করেও অভিনয় করে গিয়েছেন চন্দন সেন। শেষমেষ ক্যানসারও হার মেনেছে তাঁর মনোবলের কাছে। বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম রত্ন চন্দন সেন।