প্রথম ট্রায়ালে সাফল্য পেল চন্ডীগড় পিজিআই, ভ্যাকসিন আবিষ্কারে এগিয়ে ভারত

বাংলাহান্ট ডেস্কঃ চীন থেকে আগত করোনা ভাইরাস সারা বিশ্বকে গ্রাস করেছে। এর জেরে মারা গিয়েছে অনেক মানুষ। আক্রান্ত হয়েছেন অনেকে।  করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করল ভারত। চন্ডীগড়ের পি জি আই (chadigard PG) সূত্রে এমনটাই জানা গিয়েছে। জানা গিয়েছে, ৬ জনের করোনা ভাইরাসের আক্রান্তের শরীরে তাদের তৈরি ভ্যাকসিন দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। রবিবার জানা যায়, প্রথম ত্রায়ালেই সাফল্য পেয়েছে পি জিআই।

Coronavirus slider

পরীক্ষামূলকভাবে করোনা আক্রান্ত রোগীদের ০.৩ মিলিলিটার ডোজের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। ৩ দিনের মধ্যেই আক্রান্ত অই ৬ জনের উন্নতি হতে শুরু করে। করোনা সংক্রমের ফলে তাদের শ্বাসকষ্টের সমস্যা ছিল। তাও পুরপুরি সেরে যায়। পাশাপাশি তারা সুস্থ হয়ে ওঠে বলে জানায় পি জিআই।

coronavirus testing everlywell

আগের সপ্তাহে ‘Central Goverment For Clinikal Trail of Corona virus vakcine’ চণ্ডীগড় পি জিআইকে এই পরীক্ষার জন্য অনুমতি দেয়। ‘দি কাউন্সিল অফ সাইন্স এন্ড ইন্ডাস্ত্রিয়াল রিচাজ’ ‘মাইকোভিকট্রাম ডাব্লু’ কার্যকর করার পক্ষে মত দেয় তবে পিজিআই সফল হলেও তারা আশ্বাস দিতে নারাজ তারা। এই ধরনের ভ্যাকসিন কুষ্ঠ, নিউমোনিয়া ও টিউবারকুলসিস রোগের ক্ষেত্রে ব্যভার কড়া হয়।

corona 19

এই সাফল্যের আশায় আগেই বুক বাঁধতে শুরু করে ছিল ভারত। স্ক্লের আশা, করোনা ভাইরাস সংক্রমণ রুখতে ভারতই পথ দেখাবে গোটা বিশ্বকে।


সম্পর্কিত খবর