দিল্লীর ১৩ টি ধর্মীয় স্থানে থাকা ৫২ জনের রিপোর্ট পজেটিভ! গোটা এলাকা সিল করলো পুলিশ

বাংলা হান্ট ডেস্কঃ প্রতি দিনই দিল্লী (Delhi) সমেত গোটা দেশে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তদের সংখ্যা হুহু করে বেড়ে চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ বিভাগের তরফ থেকে জারি পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনা পজিটিভ এর সংখ্যা বেড়ে ৭৪৪৭ হয়ে গেছে। আর বিগত ২৪ ঘণ্টায় ৪০ জন এই মারক ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে ২৩৯ হয়ে গেছে। এছাড়াও ৬৪৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

পুরাতন দিল্লীর চাঁদনি মহল এলাকায় গত ৭২ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে। ১৩ টি মসজিদে থাকা ১০২ জন জামাতিদের মধ্যে ৫২ জনের রিপোর্ট করোনা পজেটিভ আসার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সেন্ট্রার দিল্লীর জেলাআধিকারিক চাঁদনি মহম এলাকায় করোনা পজেটিভ এর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে কড়া পদক্ষেপ নিয়েছেন। সংক্রমণ ছড়িয়ে পড়ার খবর পাওয়ার পর চাঁদনি মহল এলাকাকে সিল করে দেওয়া হয়েছে।

রাজধানী দিল্লীতে সিল করা হটস্পট এলাকার সংখ্যা বেড়ে এবার ৩০ হয়ে গেছে। শুক্রবার দিল্লীর ছয়টি নতুন জায়গাকে হটস্পট চিহ্নিত করে সিল করার কথা ঘোষণা করা হয়েছে। যেই ছয় জায়গা সিল করার ঘোষণা করা হয়েছে সেগুলো হল, নবী করীম, জাকির নগরের ১৮ থেকে ২২ নম্বর গলি, জাকির নগরের আবু বকর মসজিদের পার্শবর্তী এলাকা আর  জিটিবি এনক্লেভ এর ই পকেট এলাকা।

 

আরেকদিকে, দিল্লী স্বাস্থ মন্ত্রী সত্যেন্দ্র জৈন শুক্রবার জানিয়েছেন যে, ওনার কেন্দ্রের তরফ থেকে ১৩ হাজার ৫০০ পিপিই কিট উপলব্ধ করা হয়েছে। উনি জানিয়েছেন যে, সমস্ত পিপিই কিট ট্রাকে করে দিল্লী সরকারে গোডাউনে পাঠানো হচ্ছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর