বাংলাহান্ট ডেস্ক: বিনোদুনিয়ায় পদে পদে প্রতিযোগিতা। এমন অনেকেই আছে যারা মুখ্য চরিত্র দিয়ে সিরিয়ালে (Serial) পা রাখলেও শেষমেষ পার্শ্ব চরিত্রে অভিনয় করেই খুশি থাকতে হয়। এই তালিকায় রয়েছেন অভিনেত্রী চাঁদনি সাহাও (Chandni Saha), যাঁকে শেষবার দেখা গিয়েছে ‘যমুনা ঢাকি’ সিরিয়ালে গীতের চরিত্রে। সেই সিরিয়াল শেষ হতে না হতেই নতুন সিরিয়াল ‘মাধবীলতা’য় সুযোগ পেয়ে গিয়েছেন চাঁদনি। কিন্তু সেই পার্শ্বচরিত্রে।
সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অকপট চাঁদনি। জানালেন, অনেকগুলো সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু পরপর সিরিয়ালে নায়িকা হতে থাকলে নতুন চরিত্রে আর দর্শক দেখতে চান না। কিন্তু চাঁদনি নিজেকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে চাইছিলেন। তবে আরো একটি কারণ রয়েছে।
চাঁদনি স্বীকার করেন, যমুনা ঢাকির পরে আর মুখ্য চরিত্রের জন্য ডাক পাননি তিনি। তবে তিনি যে ধরণের চরিত্রগুলিতে এখন অভিনয় করছেন সেগুলো নিয়েই খুব খুশি। নায়িকা হতে পারছেন না বলে কোনো আক্ষেপই নেই। বরং তাঁর মতে, এই সময়ে দাঁড়িয়ে প্রতিবার নায়ক নায়িকা হওয়ার ভাবনাটা খুব বোকা বোকা।
এই যেমন আসন্ন সিরিয়াল মাধবীলতায় তাঁর চরিত্রটি হল নায়িকার দিদির। চাঁদনি জানালেন, তাঁর এত বছরের কেরিয়ারে এমন চরিত্র কোনোদিন করেননি তিনি। ১২ বছর আগে ‘বিন্দি’ সিরিয়াল দিয়ে ছোটপর্দায় পা রেখেছিলেন চাঁদনি। অন্য ধরণের মুখ আর কণ্ঠস্বরের জোরে দ্রুত জনপ্রিয়তা পেয়ে গিয়েছিলেন। তবে ছোটপর্দায় প্রতিযোগিতাটা যে কতটা বেশি সেটাই জানালেন চাঁদনি।
তাঁর কথায়, নায়িকা হওয়া খুব একটা কঠিন নয়। অনেক নতুন মুখও মুখ্য চরিত্রে সুযোগ পেয়ে যাচ্ছে। কিন্তু কঠিন হচ্ছে মুখ্য চরিত্রে টিকে থাকাটা। সেই সঙ্গে চাঁদনি এও জানালেন, এখনকার সময়ে ছোটপর্দায় নায়িকাদের মধ্যে সৌমিতৃষা কুণ্ডু, ইধিকা পাল, অন্বেষা হাজরাদের খুব ভাল লাগে তাঁর।