‘দশ বছর রাজত্ব করতে গেলে দু’বছর রোজা রাখতেই হবে’, তৃনমূল কর্মীদের সতর্ক করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

বাংলাহান্ট ডেস্ক : দলীয় কর্মীদের একেবারে হুমকিই দিয়ে দিলেন যেন। ‘কোনওরকম দুর্নীতি করলে নিজের দায়িত্বে করবেন, দল তার কোনও দায়িত্ব নেবে না’। বোলপুরে অনুষ্ঠিত তৃণমূলের (TMC) কর্মী সম্মেলনে বুথ সভাপতিদের এমনই স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ২০২৪ সাল পর্যন্ত তাঁদের ‘উপোস’ করে থাকতেও বললেন তিনি। এবার মন্ত্রীর এই মন্তব্য নিয়ে কটাক্ষ শুরু করেছে স্থানীয় বিজেপি (BJP) নেতৃত্ব। বিরোধীদের অভিযোগ, দলীয় কর্মীদের শুধু মাত্র আগামী ২ বছরের জন্যই সতর্ক করেন মন্ত্রী। তারপরে তারা আবার যা খুশি তাই করতে পারে।

রবিবার ইলামবাজারের ধরমপুর অঞ্চলে একটি কর্মী সম্মেলন ছিল। সেখানেই যোগ দেন বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি এবং বস্ত্রশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha)। সেখানে ভাষন দেওয়ার সময় তিনি মন্তব্য করেন, ‘আগে যা করেছেন করেছেন, সব ভুলে যান৷ ২০২৪ সাল পর্যন্ত আপনাদের একটু নিয়ম মেনে চলতে হবে৷ দশ বছর রাজত্ব করতে গেলে দু’বছর রোজা রাখতেই হবে, উপোস করতেই হবে।’

কী বললেন মন্ত্রী মশাই? – এদিন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, ‘২০২৪ সাল পর্যন্ত আপনাদের একটি নিয়ম মেনে চলতেই হবে। কোনও রকম দুর্নীতি করা যাবে না। বুথের দায়িত্বে যাঁরা আছেন, তাদের অনুরোধ করব, বুথের সমস্ত মানুষদের নিয়ে বসুন। এর আগেও এই কথা বার বার বলেছি, কিন্তু আপনারা শুনছেন না। তাই এবার শেষবারের মতো বলছি বুথের দায়িত্বে যারা আছেন, তারা সবার সঙ্গে বসুন। কাউকে অচ্ছুৎ করে রাখবেন না। ২০২৪ সালে যে লড়াই আসছে সেখানে যদি আমরা সবাই এক সঙ্গে না থাকতে পারি তাহলে কিন্তু বিজেপি আপনাদের মধ্যে ঢুকে কিস্তিমাত করে চলে যাবে। তখন কান্না ছাড়া আমাদের আর কিছুই করার থাকবে না। 

তাই ১০ বছর রাজত্বের পর আবার সামনে ১০ বছর রাজত্ব করতে চাইলে আগামী দু’বছর মানে ২০২৪ সাল পর্যন্ত নিয়ম মেনে চলতে হবে।’ তিনি আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী যে ৭৪টা প্রকল্প করেছেন সেই প্রকল্পের সুবিধা যাতে মানুষ পায়, তার জন্য প্রত্যেকটি বাড়িতে যান। দেখুন কারা এখনও সেই প্রকল্পের সুবিধা পাননি। এখানে কোনও দল দেখবেন না। কোনও বুথ সভাপতি যদি বেছে বেছে মানুষকে প্রকল্পের সুবিধা পাইয়ে দেন, তা হলে তার দায়িত্ব কিন্তু দল নেবে না। আমরা পরিষ্কার জানিয়ে দেব, ওই বুথ সভাপতি তৃণমূল দলের কেউ নয়।’

বিজেপি কিন্তু দারুণ লড়াই দেবে : মন্ত্রীর এই বক্তব্যকে ঘিরেই বিজেপির বোলপুর জেলা সাংগঠনিক সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডলের প্রতিক্রিয়া, ‘মন্ত্রী বুঝে গিয়েছেন সামনে পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে বিজেপি দারুণ লড়াই দেবে। তাই দলের কর্মীরা যাতে আর দুর্নীতি না করে, তার জন্য সতর্ক করছেন তিনি। এতে যদিও কোনও লাভ হবে না।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর