বাংলাহান্ট ডেস্ক : দুর্নীতি মামলায় এবার বড়সড় চাল চালল সিআইডি। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে ভোরবেলায় গ্রেফতার করা হয়েছে বলেই জানা গিয়েছে। অন্ধ্রপ্রদেশের সিআইজি টিডিপি প্রধানকে ডাক্তারি পরীক্ষার জন্য নান্দিয়াল হাসপাতালে নিয়ে যাওয়ার কথা হলেও ক্যাম্পেই তাঁর মেডিক্যাল পরীক্ষা করা হয়।
সূত্রের খবর, আজকেই তাকে আদালতে পেশ করা হবে। শুক্রবার চন্দ্রবাবু নাইডু নান্দিয়াল জেলার বনগানাপল্লীতে একটি জনসভায় ভাষণ দেওয়ার পর একটি ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন। শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ চন্দ্রবাবু নাইডুকে গ্রেফতার করার জন্য অন্ধ্রপ্রদেশের সিআইডি আধিকারিকরা ভ্যানিটি ভ্যানের কাছে পৌঁছে যায়।
আরোও পড়ুন :সাবধান! কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, ভাসবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলো
কিন্তু দলীয় কর্মীরা গাড়িটেকে ঘিরে ফেলে, ফলে সেই সময় সিআইডি তাঁকে গ্রেফতার করতে পারেনি। এরপরেই টিডিপি নেতাদের সঙ্গে পুলিশের তরজা শুরু হয়ে যায়। পরে চন্দ্রবাবু নাইডু সকাল ছটার দিকে ভ্যান থেকে নেমে পুলিশের সঙ্গে আলোচনা শুরু করেন। তাকে গ্রেফতারের জন্য ভারতীয় দণ্ডবিধির ৫১ ধারা অনুযায়ী একটি নোটিশ জারি করা হয়েছিল।
প্রসঙ্গত উল্লেখ্য, অতীতেও অবশ্য স্কিল ডেভেলপমেন্ট কেলেঙ্কারিতে প্রধান অভিযুক্ত হিসেবে উঠে এসেছিল চন্দ্রবাবু নাইডুর নাম। সেই মামলায় ২৫০ কোটি টাকার বেশি আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বলা বাহুল্য, চন্দ্রবাবু নাইডুর মামলায় পুলিশের কাছে বিস্তারিত তথ্য জানতে চাইলে পুলিশের তরফে কোন উত্তর মেলেনি। তবে নাইডু পুলিশকে সহযোগিতা করতে রাজি হয়েছেন বলে জানা গিয়েছে।