মোদীর ফোনেই হল ‘খেলা’! ‘আমরা NDA-তেই আছি’, দিল্লি যাওয়ার আগে সাফ ঘোষণা নায়ডুর

বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা ভোটের ফলাফল রীতিমতো ‘খেলা’ ঘুরিয়ে দিয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি BJP, ৩০০-র গণ্ডি টপকাতে ব্যর্থ NDA। এদিকে ২৩৪ আসনে জয়ী হয়ে চাপ বাড়াচ্ছে INDIA জোট। এমতাবস্থায় গতকালই শোনা যায়, তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নায়ডুকে (Chandrababu Naidu) ফোন করে INDIA জোটে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শরদ পাওয়ার। পরবর্তীতে অবশ্য সেই খবব উড়িয়ে দেন শরদ নিজে। বুধবার চন্দ্রবাবু নিজেই দলের অবস্থান পরিষ্কার করে দিলেন।

মঙ্গলবার কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গে ইঙ্গিত দিয়েছিলেন যে INDIA জোটে নতুন শরিকরা যোগ দিতে পারেন। স্বাভাবিকভাবেই এরপর TDP-র দিকে নজর ছিল অনেকের। তবে আজ সাংবাদিক সম্মেলনে চন্দ্রবাবু স্পষ্ট জানান, তিনি NDA-তেই আছেন। আজ জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন বলেও জানান তিনি।

আজ তেলেগু দেশম পার্টির (Telegu Desam Party) প্রধান বলেন, ‘আমি আজ দিল্লি যাচ্ছি। ভোট শেষ হওয়ার পর দিল্লি যাওয়ার আগে এটা আমার প্রথম সাংবাদিক সম্মেলন। ভোটাররা যেভাবে সমর্থন করেছেন আমি তাতে খুশি। রাজনীতিতে উত্থান-পতন লেগেই থাকে। ইতিহাসে অনেক রাজনৈতিক দল এবং নেতা ক্ষমতাচ্যুত হয়েছেন। তবে এটা একটা ঐতিহাসিক ভোট ছিল। ভোটাররা বিদেশ থেকেও নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে এসেছিলেন’।

আরও পড়ুনঃ নীতিশ-তেজস্বীই ঘুরিয়ে দেবে ‘খেলা’! একই বিমানে দিল্লি রওনা দুই নেতার, NDA-INDIA-র বাড়ল চিন্তা

চন্দ্রবাবুর সংযোজন, ‘অন্ধ্রপ্রদেশের কল্যাণ সাধনের জন্য একটা জোট তৈরি করা হয়েছে। ৫৫.৩৮ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে TDP পেয়েছে ৪৫% এবং YSRP পেয়েছে ৩৯%। আমাদের দলে প্রচুর কর্মীর রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড় হয়েছিল। অনেক নির্যাতন সহ্য করেছেন। এমনকি সংবাদমাধ্যমগুলির ওপরও CID মামলা দায়ের করা হয়েছিল’।

এরপরেই NDA-তে থাকার কথা ঘোষণা করেন চন্দ্রবাবু। TDP প্রধান বলেন, ‘আমিএকজন অভিজ্ঞ রাজনীতিবিদ। আমি দেশে প্রচুর পালাবদলের সাক্ষী। আমরা NDA-তে রয়েছি। আমি আজ NDA-এর বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছি’।

Chandrababu Naidu Narendra Modi

অন্ধ্রপ্রদেশের লোকসভা ভোটের ফলাফলের কথা বলা হলে, TDP জিতেছে ১৬টি আসনে, BJP ৩টি আসনে এবং জনসেনা ২য়ি আসনে। এমতাবস্থায় অনুমান করা হচ্ছিল, INDIA জোট চন্দ্রবাবুর দলকে নিজেদের দিকে টানার চেষ্টা করবে। তবে জানা যাচ্ছে, গতকাল রাতেই চন্দ্রবাবুকে ফোন করেছিলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। বুধ সকালে NDA-তেই থাকার কথা ঘোষণা করলেন চন্দ্রবাবু।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর