বিক্ষোভ মিছিল রুখতেই অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও তাঁর ছেলে সহ একাধিক টিডিপি নেতাকে নিজেদের বাড়িতেই গৃহবন্দি করে রাখল জগনমোহন রেড্ডির সরকার৷ এই ঘটনাকে কেন্দ্র করে রেড্ডি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ চন্দ্রবাবুর৷ আট জন টিডিপি কর্মীকে খুনের প্রতিবাদে চলো আত্মাকুর নামে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল টিডিপি৷ কিন্তু বুধবার এই বিক্ষোভ ঘিরে রাজ্য জুড়ে উত্তেজনার সৃষ্টি হতে পারে এই আশঙ্কা করে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু সহ তাঁর ছেলে ওআরও টিডিপি নেতাদের গৃহবন্দি রাখার পরিকল্পনা শুরু করে প্রশাসন৷ বুধবার সকালে মিছিল শুরু হওয়ার আগেই তাঁদের গৃহবন্দি করা হয়৷
TDP Chief N Chandrababu Naidu: This government is violating human rights & fundamental rights. I am warning the government. I am warning police also. You cannot play this type of politics. You cannot control us by arresting. Whenever they allow me, I'll continue 'Çhalo Atmakur' pic.twitter.com/XhQfwxDR0Z
— ANI (@ANI) September 11, 2019
এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে গোটা রাজ্য জুড়ে৷ এই ঘটনা নিয়ে ব্যাপক নিন্দা প্রকাশ করেছেন চন্দ্রবাবু, তাঁদের গৃহবন্দি ও রাজ্যের বেশ কিছু জায়গায় 144 ধারা জারি নিয়ে বলতে গিয়ে সাংবাদিকদের সামনেই দিনটিকে গণতন্ত্রের ইতিহাসের অন্যতম কালো দিন বলে উল্লেখ করেন৷ উল্লেখ্য অন্ধপ্রদেশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই সে রাজ্যের শাসক শিবির এবং টিডিপি কর্মীদের সংঘর্ষের খবর প্রায়ই প্রকাশ্যে এসেছে৷ একাধিক বার টিডিপি নেতাদের খুনেরও হুমকি দেওয়া হয়েছে বলে জগনমোহন রেড্ডি সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন চন্দ্রবাবু৷
এ ছাড়াও ওয়াইএসআর কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের অত্যাচারে ঘরছাড়া হয়েছেন অনেক মানুষ, শয়ে শয়ে কর্মীরা আক্রান্ত হয়েছেন, তাই মিছিলের ডাক দিয়েছিল টিডিপি, কিন্তু তা সফল করতে দেয়নি জগনমোহন রেড্ডি সরকার৷ তাই এই ঘটনার প্রতিবাদে 12 ঘণ্টা অনশনে বসেছেন চন্দ্রবাবু সহ তাঁর দলীয় নেতৃত্বরা৷