ধারের টাকায় ছোট্ট ব্যবসা শুরু করেই বাজিমাত! বিখ্যাত এই বাঙালি ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা কে চেনেন?

বাংলাহান্ট ডেস্ক : সাধারণ আটপৌরে বাঙালির জীবনে আজকাল টুইস্ট খুব কমই হয়। একটা সময় যে বাঙালি শাসন করেছে দেশের রাজনীতি থেকে বাণিজ্য, ক্রীড়া থেকে চলচ্চিত্র, সেই বাঙালি আজ অনেকটাই ক্ষয়িষ্ণু। তবে বাঙালি জাতির যে পুরোপুরি দেওয়ালে পিঠ ঠেকে যায়নি তার জানান মাঝেমধ্যেই পাওয়া যায়। ঠিক তেমনই এক বাঙালি চন্দ্রশেখর ঘোষ (Chandrashekhar Ghosh)।

চন্দ্রশেখর ঘোষের (Chandrashekhar Ghosh) উত্থান

বর্তমানে ভারতের অন্যতম জনপ্রিয় ব্যাংক বন্ধন। ৩৫ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে রয়েছে বন্ধন ব্যাংকের শাখা। প্রায় সাড়ে তিন কোটির উপর গ্রাহক যুক্ত হয়েছেন বন্ধন ব্যাংকের সাথে। তবে এই ব্যাংকের উত্থানের কাহিনী যেন এক রূপকথা। এই রূপকথার নায়ক অবশ্যই এক বাঙালি, চন্দ্রশেখর ঘোষ।

আরোও পড়ুন : ২০৫০ সালের মধ্যে ভারতে হু হু করে বাড়বে মুসলিম জনসংখ্যা! পাকিস্তান সহ এই ৩ টি দেশে হিন্দুরা হবে বিলুপ্ত

ত্রিপুরা রাজ্যের আগরতলায় ১৯৬০ সালে জন্ম চন্দ্রশেখরের (Chandrashekhar Ghosh)। ছোটবেলা থেকে আর্থিক দুরবস্থা ছিল নিত্য সঙ্গী। ছোটবেলায় সংসারের হাল ফেরাতে দুধ বিক্রি করেছেন। তার সাথে সমানতালে চালিয়ে গিয়েছেন পড়াশোনা। উচ্চশিক্ষার জন্য চন্দ্রশেখর পাড়ি দেন বাংলাদেশ। স্ট্যাটিস্টিক্সে স্নাতক হন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।

Chandrashekhar Ghosh

ঢাকার একটি অলাভজনক সংস্থায় চাকরি পাওয়ার পর বদলে যায় চন্দ্রশেখরের জীবনের গতিপথ। ঢাকা থেকে কলকাতায় এসে চন্দ্রশেখর কাজ নেন গ্রামন্নয়ন সোসাইটিতে। এরপর ২০০১ সালে শুরু করেন একটি মাইক্রোফিনান্স সংস্থা। মহিলাদের ঋণ দেওয়ার উদ্দেশ্যে আত্মীয়দের কাছ থেকে মাত্র ২ লক্ষ টাকা ধার নিয়ে চন্দ্রশেখর বন্ধন নামের মাইক্রোফিনান্স সংস্থা প্রতিষ্ঠা করেন। সেই সময় এই সংস্থার কর্মী সংখ্যা ছিল মাত্র ১২ জন।

আরোও পড়ুন : হিটলারের প্রেমে পাগল! এমনকি এঁকে ফেলেন তাঁর হস্তমৈথুনের চিত্রও! শেষমেশ যা হয়েছিল আর্টিস্টের…

সেই বছরের মধ্যেই বন্ধন সংস্থা ১১০০ মহিলাকে প্রায় ১৫ লক্ষ টাকার ঋণ প্রদান করে। ২০০৯ সালে রিজার্ভ ব্যাংকের তরফে বন্ধন নন-ব্যাঙ্কিং ফিন্যান্স কোম্পানি হিসাবে স্বীকৃতি লাভ করে। তারপর প্রায় ৮০ লক্ষ মহিলাকে ক্ষুদ্র ঋণ প্রদান করে এই সংস্থা। এরপর শুরু হয় চন্দ্রশেখরের স্বপ্নের যাত্রা। ২০১৫ সালের রিজার্ভ ব্যাংকের তরফ থেকে লাইসেন্স পাওয়ার পর ব্যাংকিং সংস্থা হিসাবে আত্মপ্রকাশ ঘটে বন্ধনের।

bandhan bank

ভারতের (India) ব্যাংকিং সেক্টরে মাথা উঁচু করে জন্ম নেয় এক বাঙালির তৈরি ব্যাংক, বন্ধন ব্যাংক (Bandhan Bank)। বর্তমানে দেশের ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে রয়েছে বন্ধন ব্যাংকের শাখা। ৩ কোটির গ্রাহক সংখ্যা নিয়ে বন্ধন ব্যাংক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাংকিং সংস্থা হয়ে উঠেছে দ্রুত। মাত্র ২ লক্ষ টাকা নিয়ে পথ চলা শুরু করা বন্ধনের বর্তমান মার্কেট ভ্যালু ২৮ হাজার ৯৯৭ কোটি টাকা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর