চাঁদের মাটিতে নামার প্রস্তুতি শুরু! চন্দ্রযান ২ থেকে আলাদা হল বিক্রম ল্যান্ডার

বাংলা হান্ট ডেস্ক: প্রায় দেড় মাসের দীর্ঘ পথ সফল ভাবে পাড়ি দেওয়ার পর এ বার চূড়ান্ত পর্যায়ে চাঁদের মাটিতে নামার প্রস্তুতি শুরু করল চন্দ্রযান ২। অরবিটার থেকে আলাদা হয়ে গেল বিক্রম ল্যান্ডার। এই ল্যান্ডারের মধ্যে আবার রয়েছে প্রজ্ঞান রোভার।
সোমবার দুপুর ১টা ১৫ মিনিটে চন্দ্রযান-২-এর অর্বিটার থেকে আলাদা হল বিক্রম। এরপর পৃথকভাবে কক্ষপথে চাঁদকে প্রদক্ষিণ করতে শুরু করল ভারতের দ্বিতীয় চন্দ্রযানের ল্যান্ডার।

যাত্রা শুরু হয়েছিল ২২ জুলাই। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধওয়ন স্পেস রিসার্চ সেন্টার থেকে দুপুর ২টো ৪৩ মিনিটে বাহুবলি রকেটে চেপে চাঁদের উদ্দেশে উড়ে যায় চন্দ্রযান-২। পৃথিবীর কক্ষপথ পার হওয়ার পর ঢুকেছে চাঁদের কক্ষপথে। তার পর চাঁদের কক্ষপথেও পাঁচটি ধাপ পেরিয়ে অবশেষে আলাদা হয়ে গেল বিক্রম ল্যান্ডার।

ইসরো সূত্রে খবর এখন ১১৯x১২৭ কিমি কক্ষপথে চাঁদকে প্রদক্ষিণ করছে বিক্রম। অর্থাত্ এখন একই দূরত্ব থেকে চাঁদকে প্রদক্ষিণ করছে অর্বিটার ও ল্যান্ডার বিক্রম। তবে, এবার ধীরে ধীরে কমানো হবে বিক্রমের কক্ষপথের দূরত্ব। দুটি ধাপে চাঁদের আরও কাছাকাছি এগিয়ে যাবে চন্দ্রযান-২-এর ল্যান্ডার। আগামিকাল, ৩ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ১০টার মধ্যে প্রথমবার কক্ষ পরিবর্তন করবে বিক্রম। তার পর ১০৯x১২০ কিলোমিটার কক্ষপথে চাঁদকে প্রদক্ষিণ করবে বিক্রম।

ভারতের মহাকাশ গবেষণার জনক ও ইসরোর ভিত্তিপ্রস্তর স্থাপনের অন্যতম কারিগর ছিলেন ডঃ বিক্রম সারাভাই। তাঁকে সম্মান জানিয়ে চন্দ্রযান-২-এর ল্যান্ডারের নাম বিক্রম রেখেছে ইসরো। ডঃ বিক্রম সারাভাইয়ের আদর্শকে পাথেয় করেই চাঁদের মাটি ছুঁতে বদ্ধপরিকর ইসরোর বিজ্ঞানীরা।

সম্পর্কিত খবর