খুব সস্তাতেই চাঁদে পা রাখছে ভারত! খরচ শুনলে লজ্জা পাবে হলিউড, বলিউড ছবির নির্মাতারাও

বাংলাহান্ট ডেস্ক : যাবতীয় ব্যর্থতাকে দূরে সরিয়ে রেখে ফের মহাকাশ গবেষণার ক্ষেত্রে সাফল্যের পথে এগোচ্ছে ভারত। আগামী ১৩ জুলাই চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান-৩ (Chandrayaan 3)। ওই দিন শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে দুপুর ২টো নাগাদ চন্দ্রযানটি উৎক্ষেপণ করা হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, ২০১৯ সালে চন্দ্রযান-২ পাড়ি দিলেও চন্দ্রপৃষ্ঠে অবতরণের সময় ভেঙে পড়ে।

সূত্রের খবর অনুযায়ী, চন্দ্রযান-৩ মিশনের জন্য ৬১৫ কোটি টাকা খরচ হিসেবে বরাদ্দ করা হয়েছে। প্রতিবার মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতের আর্থিক অবস্থা বাধা হয়ে দাঁড়ালেও ভারত ইচ্ছা-অদম্য জেদের উপর ভর করেই এগিয়ে চলেছে। বলা বাহুল্য, পৃথিবীর অন্যান্য দেশগুলো ভারতের খরচের তুলনায় চারগুণ বেশী বাজেট রাখলেও এই বাজারে মাত্র ৬১৫ কোটি টাকা খোদ একটা চন্দ্রাভিযানের বাজেট হতে পারে তা ভাবাই প্রায় দুষ্কর।

তবে, এই বিষয়ে একটা কথা জানিয়ে রাখা দরকার, চন্দ্রযান-৩ মিশনের যা বাজেট সেই খরচ অবশ্য হলিউড সিনেমা বানানোর সাথে প্রায় এক। মনে হতেই পারে এই বাজেটে তো দু-তিনটে চন্দ্রভিযান হয়ে যাবে নিশ্চিন্তে। পিছিয়ে নেই বলিউড, তেলেগু সিনেমাও। তাই বলাই যায় চন্দ্রভিযান করতে খুবই কম টাকা খরচ করতে চলেছে ভারত। চলুন দেখে নেওয়া যাক চন্দ্রযান-২ ও চন্দ্রযান-৩-এর থেকে বাজেট বেশি কোন কোন ছবির।

হলিউড তো ছেড়েই দিন, পিছিয়ে নেই বলিডউ, তেলেগু ছবিও। ২০২৩ সালেই মুক্তি পেয়েছে আদিপুরুষ। এই ছবি তৈরিতেই খরচ হয়েছে ৫০০ কোটি টাকা। চন্দ্রযান-৩-এর বাজেট এর থেকে তো একটুই বেশি। অন্যদিকে অস্কারজয়ী আরআরআর ছবির বাজেট ছিল ৫৫০ কোটি টাকা।ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান- শিবা তৈরিতে খরচ হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। শাহ তৈরিতে খরচ হয়েছিল ৩৫০ কোটি টাকা। বিগ বাজেটের বলিউড সিনেমা শুরু হলে প্রায় শেষই হওয়ার নয়।

chandrayaan 3

অন্যদিকে, হলিউড ছবির তালিকায় রয়েছে, অ্যাভেনজার্স: এন্ডগেম, যার বাজেট ছিল ২ হাজার ৪৪৩ কোটি টাকা। এছাড়াও, হলিউডের অন্যতম বিগ বাজেটের ছবি ‘অবতার’, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: অ্যাট দ্য ওয়ার্ল্ডস এন্ডস এগুলোর জন্য যে টাকা খরচ হয়েছিল তা চন্দ্রাভিযানের থেকে বহুগুণে বেশি। ফলে, একথা সহজেই বলা যায়, মহাকাশ গবেষণায় অন্যান্য দেশ যখন ভূরি ভূরি খরচ করে তখন ভারতের বাজেট একেবারেই যৎসামান্য।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর