বদলে গেল সব অনুমান! চাঁদের পৃষ্ঠের নিচেই লুকিয়ে “প্রাণ”-এর স্পন্দন? কী জানাল চন্দ্রযান-৩?

বাংলাহান্ট ডেস্ক : চাঁদ (Chandrayaan-3 Mission) নিয়ে মানুষের কৌতূহল বরাবরই বেশি। চাঁদের সৌন্দর্য যেমন বারেবারে উঠে এসেছে গানে, কবিতায়, শিল্পীর কল্পনায়, তেমনি বিজ্ঞানীদেরও তীব্র আকর্ষণ করেছে চাঁদ। ঠিক কী কী রহস্য লুকিয়ে রয়েছে সেখানে, তা জানতেই বারংবার ‘দূত’ পাঠানো হয়েছে চাঁদে। এবার চাঁদ (Chandrayaan-3 Mission) নিয়ে দীর্ঘদিনের এক ভাবনা বদলে দেওয়া তথ্য উঠে এল, যা বৈজ্ঞানিক গবেষণায় বড় বদল ঘটাতে পারে বলেই মনে করা হচ্ছে।

চাঁদ নিয়ে বড় তথ্য সামনে আনল চন্দ্রযান ৩ (Chandrayaan-3 Mission)

চাঁদ নিয়ে যতগুলি ‘মিশন’ হয়েছে ভারতের, তাদের মধ্যে অন্যতম নিঃসন্দেহে ‘চন্দ্রযান ৩’ (Chandrayaan-3 Mission)। ২০২৩ এর ২৩ অগাস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিল ভারত। এবার সেই চন্দ্রযান ৩ ই (Chandrayaan-3 Mission) এনে দিল এক গুরুত্বপূর্ণ তথ্য। রিপোর্টে প্রকাশ, গবেষণা থেকে জানা গিয়েছে যে মেরু অঞ্চলে অনেক জায়গায় চন্দ্রপৃষ্ঠের ঠিক নীচেই বরফ থাকতে পারে। উপরন্তু এই বরফের পরিমাণ নিয়ে আগে যে ধারণা করা হয়েছিল তা এখন বদলে গিয়েছে। ধারণার থেকেও বেশি বরফ সেখানে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

Chandrayaan-3 mission brought big data about moon

কী জানালেন বিশেষজ্ঞরা: উল্লেখ্য, আহমেদাবাদের ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির ফ্যাকাল্টি দুর্গা প্রসাদ কর্ণম সংবাদ মাধ্যমকে জানান, চাঁদের (Chandrayaan-3 Mission) পৃষ্ঠের তাপমাত্রায় বড় অথচ অত্যন্ত স্থানীয় পরিবর্তন সরাসরি বরফের সৃষ্টিতে প্রভাব ফেলতে পারে। এই বরফের কণাগুলি দেখে তাদের ‘উৎপত্তি এবং ইতিহাস’ সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসতে পারে।

আরো পড়ুন : দর্শকদের দাবিতে “পুনর্জন্ম”, TRP টানতে নয়া নায়কের এন্ট্রি জি বাংলার জনপ্রিয় সিরিয়ালে

বরফ থেকে মিলবে জল: তিনি আরো বলেন, এই তথ্য থেকে এও জানা যাবে, কীভাবে সময়ের সঙ্গে সঙ্গে চন্দ্রপৃষ্ঠে (Chandrayaan-3 Mission) বরফ জমা হয় এবং তা চাঁদের পৃষ্ঠে থেকে যায়। এইভাবে চাঁদের প্রাথমিক ভূতাত্ত্বিক প্রক্রিয়া সম্পর্কেও তথ্য পাওয়া যাবে। চাঁদের বরফের অস্তিত্ব সম্পর্কে তো আভাস মিলেছে। কিন্তু তা কি জলে পরিণত হতে পারবে? এ বিষয়ে কর্ণম বলেন, চন্দ্রপৃষ্ঠে (Chandrayaan-3 Mission) ‘আলট্রা হাই ভ্যাকুয়াম’ রয়েছে। তাই জল তরল আকারে থাকতে পারে না। সুতরাং বরফ তরলে পরিণত হতে পারবে না, সরাসরি বাষ্পে পরিণত হবে। চাঁদে অতীতে বসবাসের উপযুক্ত পরিবেশ ছিল না বলেই ধারণা করা যাচ্ছে বলেও মন্তব্য করেন কর্ণম।

আরো পড়ুন : মাত্র ৪ দিনেই দর্শকদের প্রিয়, TRP-র খেলাই ঘুরিয়ে দেবে জি বাংলার এই মেগা!

প্রসঙ্গত, গত ২০২৩ সালের ২৩ শে অগাস্ট ইতিহাস রচনা করেছিল ভারত। ইসরোর চন্দ্রযান ৩ চাঁদের দক্ষিণ মেরুর কাছে ‘সফট ল্যান্ডিং’ করে গোটা বিশ্বকে চমকে দিয়েছিল। চন্দ্রযানের ল্যান্ডার ‘বিক্রম’ চন্দ্রপৃষ্ঠে ঘুরে ঘুরে নানান তথ্য সংগ্রহ করেছিল।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর