বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে পাল্লা দিয়ে বিভিন্ন ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ সাফল্য হাসিলের মাধ্যমে নজির গড়ছে ভারত। এমতাবস্থায়, মহাকাশ গবেষণার ক্ষেত্রেও ভারতের যথেষ্ট অগ্রগতি পরিলক্ষিত হয়েছে। গত বছরেই চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ (Chandrayaan-3)-এর সঠিক অবতরণের মাধ্যমে ইতিহাস তৈরি করেছিলেন ISRO-র বিজ্ঞানীরা।
ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে চন্দ্রযান-৩ (Chandrayaan-3):
শুধু তাই নয়, ভারতের এই বিরাট কৃতিত্বকে সম্মান জানিয়ে ছিল সমগ্র বিশ্ব। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার চন্দ্রযান-৩ মিশন ফের একটি বড় সাফল্য অর্জন করেছে। মূলত, চন্দ্রযান-৩ (Chandrayaan-3) মিশনকে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল ফেডারেশনের তরফে “ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড”-এ ভূষিত করা হয়েছে।
এক বছর পর মিলল এই সম্মান: প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারত ছাড়া এখনও পর্যন্ত শুধুমাত্র আমরিকা, রাশিয়া এবং চিন চাঁদে সফট ল্যান্ডিংয়ের কৃতিত্ব অর্জন করেছে। ২০২৩ সালের ২৩ অগাস্টের চন্দ্রযান-৩ (Chandrayaan-3)-এর সফল অবতরণের এক বছরেরও বেশি সময় পরে আগামী ১৪ অক্টোবর ইতালির মিলানে ৭৫ তম ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানের সময়ে এই পুরস্কার প্রদানের পর্বটি নির্ধারিত হয়েছে।
আরও পড়ুন: চিন-পাকিস্তানের “দাদাগিরি” শেষ! শক্তি বাড়ছে Sukhoi-30MKI ফাইটার জেটের, খরচ হবে ৬৩,০০০ কোটি
এমতাবস্থায়, ওই ফেডারেশন গত বৃহস্পতিবার জানিয়েছে, “ISRO-র চন্দ্রযান-৩ (Chandrayaan-3) মিশন বৈজ্ঞানিক কৌতূহল এবং সাশ্রয়ী ইঞ্জিনিয়ারিংয়ের সমন্বয়ের উদাহরণ তুলে ধরে। এটি শ্রেষ্ঠত্বের প্রতি ভারতের প্রতিশ্রুতি এবং মহাকাশ অনুসন্ধান মানবতার জন্য যে বিপুল সম্ভাবনার প্রস্তাব দেয় তার প্রতীক। এই মিশনটি চাঁদের গঠন এবং ভূতত্ত্বের পূর্ব অনাবিষ্কৃত দিকগুলিকে উন্মোচন করে মিশনটি উদ্ভাবনের দিক থেকে বিশ্বব্যাপী প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে।”
প্রথম বার্ষিকীতে একাধিক কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চন্দ্রযান-৩ (Chandrayaan-3)-এর একাধিক গুরুত্বপূর্ণ অর্জনের মধ্যে অন্যতম একটি ছিল ভারতের মহাকাশ ও পারমাণবিক সেক্টরের সফল সমন্বয়। এই মিশনের প্রোপালশন মডিউলটি পারমাণবিক প্রযুক্তি দ্বারা চালিত হয়েছিল। এদিকে, জানা গিয়েছে যে, চন্দ্রযান-৩-র সফল অবতরণের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে দেশজুড়ে বেশকিছু অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।