বাংলা হান্ট ডেস্ক: ২৩ অগাস্ট ২০২৩; অর্থাৎ আজকের দিনটি সমগ্র ভারতবাসীর কাছে এক ঐতিহাসিক দিন হয়ে থাকবে। কারণ, এই দিনই চাঁদের মাটিতে সফলভাবে পা রাখল চন্দ্রযান-৩ (Chandrayaan 3)। আর তারপর থেকেই সমগ্র দেশ তথা বিশ্বজুড়ে প্রশংসার বন্যায় ভাসছে ISRO (Indian Space Research Organisation)। গত ১৪ জুলাই থেকে শুরু হওয়া এই সফরের শেষ হল সফলতা হাসিলের মাধ্যমে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, চন্দ্রযান-৩-র চন্দ্রপৃষ্ঠে অবতরণের সম্ভাব্য সময় আগেই জানিয়েছিল ISRO। এমতাবস্থায়, সেই নির্ধারিত সময়েই অর্থাৎ বুধবার সন্ধ্যে ৬ টা ৪ মিনিট নাগাদ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে চন্দ্রযান-৩। পাশাপাশি, সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকে সমগ্র দেশবাসী। এদিকে, চন্দ্রযান ৩-র চাঁদের বাড়িতে পৌঁছনোর পরেই একটি টুইট করে ISRO। যেটি ইতিমধ্যেই উঠে এসেছে খবরের শিরোনামে।
Chandrayaan-3 Mission:
'India🇮🇳,
I reached my destination
and you too!'
: Chandrayaan-3Chandrayaan-3 has successfully
soft-landed on the moon 🌖!.Congratulations, India🇮🇳!#Chandrayaan_3#Ch3
— ISRO (@isro) August 23, 2023
কি রয়েছে সেই টুইটে: ISRO ওই টুইটের মাধ্যমে জানিয়েছে যে, চন্দ্রযান-৩ নিজেই ভারতকে বার্তা দিয়ে জানিয়েছে যে, সে সঠিকভাবে গন্তব্যে পৌঁছে গিয়েছে। টুইটে বলা হয়েছে, “ভারত, আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি, সাথে আপনারাও রয়েছেন।” পাশাপাশি, দেশবাসীকে এই বার্তা জানিয়ে সবাইকে অভিনন্দন জানিয়েছে ISRO।
আরও পড়ুন: করতে চলেছে আরও একটি বড় কারনামা! Chandrayaan-3-এর সফল উৎক্ষেপণের পর ইতিহাস গড়তে চলেছে ISRO
টুইটে আরও বলা হয়েছে, “চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে সফট-ল্যান্ড করেছে।” এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চন্দ্রযান-৩-র সফল অবতরণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিল দেশবাসী। পাশাপাশি, ছিল একটা চাপা উৎকণ্ঠাও। যদিও, সমস্ত চিন্তা এবং উৎকণ্ঠাকে দূরে সরিয়ে রেখে নির্ধারিত সময়ে নিজের গন্তব্যে পৌঁছে যায় চন্দ্রযান-৩।
আরও পড়ুন: কেন চন্দ্রযানের ল্যান্ডারের নাম রাখা হল “বিক্রম”! ISRO-র সেই বিশেষ কারণ জানলে শ্রদ্ধায় মাথা নত করবেন
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, বর্তমানে ভারতই হল পৃথিবীর একমাত্র দেশ যে চাঁদের “অজানা” দক্ষিণ মেরুতে সফলভাবে পৌঁছতে পেরেছে। শুধু তাই নয়, আমেরিকা, চিন এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পর ভারত চতুর্থ দেশ হিসেবে চন্দ্রপৃষ্ঠে সফট-ল্যান্ডিংয়ের কৌশলও আয়ত্ত করেছে।