বিফল হয়নি চন্দ্র অভিযান। চন্দ্রাভিযানে মাত্র ৫% ক্ষতি হয়েছে, জানালেন ইসরো কর্তা।

 

 

বাংলা হান্ট ডেস্ক: ভারতের চন্দ্র মেরুতে পা। শনিবার মধ্যরাত পর্যন্ত এই আশায় প্রহর গুনেছে ভারতবাসী।কিন্তু রাত ২.২০ মিনিটে ইসরোর চেয়ারম্যান কে শিবন জানান, চন্দ্রপৃষ্ঠ থেকে ২.১ কিলোমিটার পর্যন্ত স্বাভাবিকভাবে চলছিল বিক্রমের অবতরণ প্রক্রিয়া। তার পর যানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।কর্যতই হতাশ হয় ভারতবাসী। কিন্তু সংবাদ সংস্থা আইএএনএস-কে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, “চন্দ্র অভিযান মোটেও ব্যর্থ হয়নি। বিক্রম ল্যান্ডার ও প্রজ্ঞান রোভারের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। অভিযানের মাত্র ৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।”  চাঁদের মাটিতে অবতরণ করতে না করলেও ব্যর্থ নয় ভারতের চন্দ্র অভিযান।ল্যান্ডার সংকেত না পাঠালেও চাঁদের কক্ষপথে রয়ে গিয়েছে অরবিটার যার আয়ু অন্তত ১ বছর। আগামী ১ বছর ধরে সেটি চাঁদের ভূপৃষ্ঠ ও আবহাওয়া পর্যবেক্ষণ করবে।

আগামী এক বছর ধরে অরবিটার চাঁদের ছবি তুলে পাঠাতে থাকবে ইসরোকে। ল্যান্ডারটির অবস্থান সম্পর্কেও জানাবে সেটি। কিন্তু ল্যান্ডারের ভিতরে রোভারটি মাত্র ১৪ দিন চলত।

IMG 20190907 191122

চন্দ্রযান মিশনে র মতন একই ধরনের অভিযান করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। অ্যাপোলো অভিযানে খরচ পড়েছিল ১০০ বিলিয়ন। ইসরোর চেয়ে কয়েক গুণ বেশি।এদিকে ভারতের এই মিশনে খরচ পড়েছে ১৪০ বিলিয়ন মার্কিন ডলার।

 

সম্পর্কিত খবর