চন্দ্রযান২ থেকে পাঠানো চাঁদের প্রথম ছবি দেখে নিন।

 

 

বাংলা হান্ট ডেস্ক : ইসরো র সূত্র অনুযায়ী, গত মঙ্গলবারই চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান-২। এবার চাঁদ থেকে প্রায় ২৬৫০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় তোলা হয়েছে চাঁদের প্রথম ছবি যা পাঠাল ভারতের দ্বিতীয় চন্দ্রযান।

IMG 20190822 211306

ইসরো সূত্রে খবর,  বুধবার চন্দ্রযান-২-এর ল্যান্ডার বিক্রমের ক্যামেরায় তোলা হয় ছবিটি। ছবিতে অ্যাপোলোর গহ্বর স্পষ্টভাবে দেখা যাচ্ছে। চন্দ্রযান-২-এর তোলা এটিই চাঁদের প্রথম ছবি।সম্ভবত আগামী কিছুদিনের মধ্যেই চাঁদের মাটিতে পৌঁছে যাবে চন্দ্রযান ২।

IMG 20190822 211245

সম্পর্কিত খবর