নিজের রাজনৈতিক প্রভাবের জোরেই বারবার আইনের হাত থেকে ছাড়া পেয়ে যান অমিত শাহঃ চন্দ্রিমা ভট্টাচার্য

বাংলাহান্ট ডেস্কঃ ডুমুরজলার জনসভায় ভার্চুয়ালভাবে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah)। পাল্টা জবাব দিলেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। স্বরাষ্ট্রমন্ত্রীর কটাক্ষের পাল্টা অভিযোগ তুললেন চন্দ্রিমা ভট্টাচার্য।

চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী একের পর এক প্রকল্প ও পরিকল্পনার কথা বললেও বাস্তবে কিন্তু সেগুলির রূপায়ণ হয়নি। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে মাতামাতি হলেও, এখনও অবধি কোন বিধি তৈরি হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ তো সবাই দেখেছেন। বিভিন্ন ক্যাম্পে এখনও মানুষ রয়েছেন’।

ibbksnvksn

জামিয়া-মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের প্রসঙ্গ টেনে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘বিজেপির গুণ্ডারা ওদের উপর আক্রমণ করেছে। দিল্লী পুলিশ তখন নির্বাক দর্শক ছিল। এমনকি দিল্লীর দাঙ্গায় কত মানুষ মারা গিয়েছেন, তাদের প্রচুর সম্পত্তি নষ্ট হয়েছে, সেই সময় ‘নমস্তে ট্রাম্পের’ তোরজোড় করছিল কেন্দ্র সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিলেন সেইসময়?’

সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর উপর অভিযোগ তুলে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর প্ররোচনাতেই তুলসীরাম প্রজাপতির এনকাউন্টার হয়েছিল। ২০১০ সালে তাঁকে জেলেও যেতে হয়েছিল। খারাপ কাজে নিজের নাম জড়িয়ে পড়ায়, বারবার নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি বেরিয়ে এসেছেন’।

সন্ত্রাসবাদ প্রসঙ্গে কেন্দ্র সরকারকে আক্রমণ করে তিনি বলেন, ‘জঙ্গি দমনে ভারতের ভূমিকা নিয়ে বিজেপি যে বড়াই করে, তা সম্পূর্ণ মিথ্যে। প্রায় ৩৬ শতাংশ নাগরিক হত্যা বেড়েছে জম্মু-কাশ্মীরে। বেড়েছে সন্ত্রাসবাদ, পর্যটকদের হত্যাও। উপত্যকায় জঙ্গি দমন করতেও পারেনি। আর এখন দিল্লীতে কৃষক আন্দোলন ভঙ্গের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এই কাজের তীব্র প্রতিবাদ করে নিন্দা জানাচ্ছি’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর