বাংলাহান্ট ডেস্ক : চৈত্রের জ্বালাপোড়া গরমে নাজেহাল বঙ্গবাসী। উত্তরোত্তর চড়ছে পারদ। বিকেল পর্যন্ত ছিল না বৃষ্টির দেখা। তার মধ্যেই চড়া রোদে গড়িয়াহাটের মোড়ে দাঁড়িয়ে উনুনে রুটি সেঁকলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। শুধু রুটি না, সঙ্গে ছিল সবজিও। মহিলা বাহিনীর সঙ্গে গলা ছেড়ে গান গাইতেও দেখা গেল তাঁকে। রাস্তার মাঝে এমন কাণ্ড দেখে মুখ কার্যত হাঁ পথচলতি মানুষদের।
ব্যস্ত রাস্তার মাঝে রুটি সেঁকে প্রতিবাদ চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya)
দৃশ্যটা বৃহস্পতিবার দুপুরের। ব্যস্ত গড়িয়াহাটের মোড়ে হঠাৎ রাজ্যের মন্ত্রীকে দেখে থমকে দাঁড়ান অনেকেই। এদিকে চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) তখন উনুনের আঁচে মন দিয়ে রুটি সেঁকছেন। পাশেই আরেকটি উনুনে কড়াই চাপানো হল। সেখানে তৈরি হবে সবজি। সঙ্গে ছিলেন দলের অন্য মহিলা সদস্যরাও। তাঁরাও হাত লাগান মন্ত্রীর সঙ্গে। কেউ রুটির জন্য লেচি বেলে দিলেন, কেউ আবার আলু কেটে দিলেন সবজির জন্য।
হঠাৎ এমন কাণ্ড কেন: রান্না করতে করতেই হঠাৎ মাইক্রোফোন হাতে নিয়ে গান ধরলেন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya), ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’। কাণ্ড দেখে হতবাক আমজনতা। খোঁজ খবর করতেই বেরিয়ে পড়ল আসল কাহিনি। সদ্যই রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে কেন্দ্র। ১৪.২ কেজি সিলিন্ডার প্রতি দাম এক ধাক্কায় ৫০ টাকা বেড়ে গিয়েছে। এটা তারই প্রতিবাদ।
কী বললেন রাজ্যের মন্ত্রী: টেবিল পেতে উনুন সহ রান্নার সরঞ্জাম নিয়ে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নামেন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) এবং দলের মহিলা বাহিনী। সামনেই রাখা ছিল একটি গ্যাস সিলিন্ডার। তার গায়ে আবার আটকানো কাগজে লেখা, ‘দেখো আমি বাড়ছি মাম্মি’। রাজ্যের মন্ত্রী বলেন, শুধু এলপিজি গ্যাস সিলিন্ডারই বাদ পড়েছিল। এবার উজ্জ্বলা যোজনার গরিব মহিলাদের সঞ্চয়েও পড়ল মূল্যবৃদ্ধির চাবুক। তিনি আরো কটাক্ষ করেন, লুট, তোলাবাজি এই শব্দগুলি এখন মোদী সরকারের সমার্থক হয়ে উঠেছে।
আরো পড়ুন : শুক্রেই খুলতে পারে চাকরিহারাদের ভাগ্য? বড় পদক্ষেপ শিক্ষামন্ত্রী-এসএসসির
প্রসঙ্গত, গত ৮ ই এপ্রিল দাম বেড়েছে রান্নার গ্যাসের সিলিন্ডারের। কলকাতায় এতদিন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৮২৯ টাকা। ৫০ টাকা বেড়ে তা দাঁড়িয়েছে ৮৭৯ টাকায়। শুধু তাই নয়, উজ্জলা গ্রাহকদের ক্ষেত্রেও দাম বাড়িয়েছে কেন্দ্র। আর তার প্রতিবাদেই এমন ‘অভিনব’ ভাবনা রাজ্য তৃণমূলের।