‘নুসরতের ফ্যাক্ট যদি সত্যি হয় তাহলে তার বিরুদ্ধে…’, বিস্ফোরক অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

বাংলাহান্ট ডেস্ক: আর্থিক প্রতারণা মামলায় নাম জড়িয়েছে জনপ্রিয় অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। সম্প্রতি তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ নিয়ে ইডির দ্বারস্থ হন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। এই নিয়েই তোলপাড় রাজ্য রাজনীতি। তারকা সাংসদকে নিয়ে দলের অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বসিরহাটের তৃণমূল সাংসদ প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)।

শুক্রবার হুগলিতে এক দলীয় কর্মসূচিতে যোগ দেন চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন মণিপুরে মহিলাদের উপর নির্মম অত্যাচারের প্রতিবাদে চুঁচুড়া পিপুল পাতি মোড় থেকে ঘড়ির মোর পর্যন্ত ধিক্কার মিছিল করে শাসকদল তৃণমূল কংগ্রেস। ঘড়ির মোড়ে একটি প্রতিবাদ সভাও করা হয়। সেই সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের অর্থমন্ত্রী। সেখানেই নুসরত-ইস্যুতে মুখ খোলেন চন্দ্রিমা।

সাংসদ নুসরতের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, ‘পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের খোঁজ নিতে রাজ্যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছে। তবে তারা যেই ১৮ জন তৃণমূলকর্মীর মৃত্যু হয়েছে সেই তৃণমূলকর্মীদের মৃত্যুর ফ্যাক্ট খুঁজে দেখেননি।”

মমতার মন্ত্রী বলেন, ‘নুসরতের ফ্যাক্ট যদি ফ্যাক্ট হয় তাহলে তার বিরুদ্ধে এত বছর পর অভিযোগ করার কী মানে আছে! তবে আইন আইনের পথে চলবে, তাই আমি এই নিয়ে কোনও মন্তব্য করছি না। কিন্তু নুসরতেরও আত্মপক্ষ সমর্থনের পূর্ণ অধিকার রয়েছে।’

nusrat jahan

অন্যদিকে সম্প্রতি হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের চিটফান্ড যোগ নিয়ে অভিযোগ তুলেছেন শাসকদলের কাউন্সিলর। সেই বিষয়ে চন্দ্রিমা বলেন, ‘ইডির কাছে সমাজকর্মীদের তরফে অভিযোগ করা হয়েছে। সেখানে আমাদের একজন কাউন্সিলরও ছিলেন। যদি কোথাও কিছু ঘটে থাকে, সেটা তো ঘটনা। এখানে নুসরতের পালটা অভিযোগের কিছু নেই।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর