বাংলা হান্ট ডেস্কঃ একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা, একাধিক প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ উঠেছে। সেই কারণে বহু প্রকল্পে ‘একলা চলো’ নীতি অনুসরণ করেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার এই নিয়ে সরব হয়েছেন। এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠকে এই নিয়ে সওয়াল করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)।
কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ঝাঁঝালো সওয়াল চন্দ্রিমার (Chandrima Bhattacharya)!
শুক্রবার বাজেটের প্রাক্কালে রাজস্থানের জয়সলমেরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দেশের নানান রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জানা যাচ্ছে, সেই বৈঠকে আগামী বছরের বাজেট পেশের আগে আলোচনা করেন নির্মলা (Nirmala Sitharaman)। সেখানেই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে প্রশ্ন করেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী।
রিপোর্ট বলছে, শুক্রবারের ওই বৈঠকে কটাক্ষের সুরে নানান আর্থিক দাবিদাওয়া পেশ করার সঙ্গেই পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও মুখ খোলেন চন্দ্রিমা (Chandrima Bhattacharya)। তিনি প্রশ্ন করেন, ‘বাংলা কি কোনও সৎ মায়ের সন্তান যে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে?’ নানান প্রকল্পে কেন রাজ্যকে অর্থ দেওয়া হচ্ছে না, সেটাও অর্থমন্ত্রী জানতে চান বলে খবর।
আরও পড়ুনঃ ‘৪২,০০০ কোটি টাকা..,’ সুপ্রিম কোর্টে DA মামলার শুনানির আগেই সামনে এল বড় আপডেট
রাজ্যের মন্ত্রী বলেন, একশো দিনের কাজ, আবাস যোজনা থেকে শুরু করে প্রধানমন্ত্রী সড়ক যোজনা, নানান প্রকল্পে কেন্দ্রীয় (Central Government) বঞ্চনার শিকার পশ্চিমবঙ্গ। সব মিলিয়ে রাজ্যের বকেয়ার অঙ্কটা পৌঁছেছে প্রায় ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকায়। চন্দ্রিমা জানান, আবাস যোজনায় কেন্দ্রের তরফ থেকে ১১ লক্ষ বাড়ির অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও সেই টাকা ছাড়া হয়নি।
উল্লেখ্য, নানান প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে অতীতে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থেকে শুরু করে শাসকদলের একাধিক নেতা-নেত্রী। বকেয়া টাকা আদায়ের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছেন মমতা। পাল্টা কেন্দ্রের তরফ থেকে দাবি করা হয়, আবাসে অনিয়মের জন্য টাকা দেওয়া হচ্ছে না।
চন্দ্রিমা (Chandrima Bhattacharya) অবশ্য অনিয়মের অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন। সেই সঙ্গেই পাল্টা কেন্দ্রের দিকে আঙুল তুলেছেন তিনি। রাজ্যের অর্থমন্ত্রীর প্রশ্ন, আবাসে অনিয়ম রুখতে ২৭টি জেলায় ৪৯টি কেন্দ্রীয় মনিটরিং টিম এসেছে। তাহলে তারা কী করছে?