স্বাস্থ্যসাথীতে বাংলার সকল মানুষ সুবিধা পান, Ayushman Bharat প্রকল্প চালু হলে মানুষ বঞ্চিত হবেনঃ চন্দ্রিমা ভট্টাচার্য

বাংলাহান্ট ডেস্কঃ কেন্দ্রের প্রস্তাবিত Ayushman Bharat SEHAT প্রকল্পের বিরুদ্ধে এবার মুখ খুললেন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। কেন্দ্র সরকার বহুবার অভিযোগ করেছে, বাংলা কেন্দ্রের এই প্রকল্প গ্রহণ করেনি। উল্টে বাংলার সরকার এই প্রকল্পের খামতি খুঁজে বের করেছে। চিকিৎসা পরিষেবা থেকে কৃষি বিল, সবকিছুতেই কেন্দ্রের বিরোধিতা করে এসেছে রাজ্য সরকার।

কেন্দ্রের কৃষি বিল প্রত্যাহারের দাবীতে কৃষকরা প্রতিবাদী বিক্ষোভ দেখালেও, কেন্দ্র সরকার নিজের দায়িত্ব সঠিকভাবেই পালন করল। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির আয়ত্তায় শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে দেশের ৯ কোটিরও বেশি কৃষককে ১৮০০০ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মঞ্চ থেকেই বাংলার কৃষকদের তাদের এই প্রাপ্য থেকে বঞ্চিত রাখার জন্য বাংলার সরকারকে কটাক্ষ করে বলেন, ‘বাংলায় কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু না করায় প্রায় ৭০ লক্ষেরও বেশি কৃষক নিজেদের প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছে। এখন সেই তৃণমূল যখন দিল্লীতে গিয়ে কৃষকদের ভুল বুঝিয়ে পাশে থাকার বার্তা দিচ্ছে, তখন কেন সবাই চুপ করে আছে?’

vjvjv

কৃষকদের আন্দোলনের পাশে থাকায় তৃণমূলের পাশাপাশি কটাক্ষ করলেন অন্যান্য বিরোধী দলগুলোকেও। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ‘কেরলেও তো বাম সরকার রয়েছে। সেখানে কেন কিষাণ মান্ডি চালু করা হয়নি? দয়া করে আপনারা নিজেদের রাজনৈতিক সুবিধার খাতিরে এই কৃষকদের ব্যবহার করবেন না’।

জম্মু-কাশ্মীরের নাগরিকদের চিকিৎসার সুবিধার্থে শনিবার চালু করা হয় কেন্দ্রের Ayushman Bharat SEHAT প্রকল্প। এই প্রকল্পের সুবিধার কথা বলতে গিয়ে বাংলাকে আক্রমণ করে মোদী জি বলেন, ‘এই কার্ড ব্যবহার করে আপনারা দেশে যে কোন প্রান্তে ২৪০০ টি হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন। কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গে পারবেন না। কিছু মানুষ না বুঝতে চাইলে, কি করে হবে বলুন? বাংলার সরকার সেখানে এই প্রকল্পের চালু করতে দেয়নি’।

Chandrima Bhattacharya

কেন্দ্রের এই প্রকল্প বাংলায় চালু না করার পেছনের কারণ ব্যাখ্যা করলেন স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বললেন, ‘২০১৬ সালের ডিসেম্বর মাস থেকে বাংলায় স্বাস্থ্য সাথী প্রকল্প চালু হয়ে গেছে। কিন্তু ২০১৮ সালে অক্টোবর মাসে চালু হয় কেন্দ্রের Ayushman Bharat SEHAT প্রকল্প। ওনারা তো বাংলার থেকে টোকার চেষ্টা করেছিলেন। Ayushman Bharat SEHAT প্রকল্পের আয়ত্তায় মাত্র ৫০ কোটি মানুষকে এই সুবিধা দেওয়া হচ্ছে। যেখানে বাংলার সকল মানুষ স্বাস্থ্যসাথীর সুবিধা পাচ্ছেন। আর কেন্দ্র সরকারের এই প্রকল্প চালু হলে বাংলার মানুষ বঞ্চিত হবেন। কভারেজ অনেক কমে যাবে’।

Smita Hari

সম্পর্কিত খবর