বাংলাহান্ট ডেস্ক : চন্দ্রযান ৩ (Chandrayaan 3) পাঠাতে শুরু করেছে চাঁদের একের পর এক ছবি। সেই ছবি দেখে রীতিমতো উচ্ছ্বসিত চন্দ্র প্রেমীরা। ইসরোর চন্দ্রযান ৩ ১৫ই আগস্ট চাঁদের খুব কাছ থেকে ছবি তুলে পাঠায়। ভারতের মহাকাশ সংস্থা ইসরো সেই ছবিগুলিকে ভিডিও আকারে প্রকাশ করে।
অন্যদিকে, এই মহাকাশযানটি ১৭ তারিখও বেশ কিছু চাঁদের ছবি তুলেছে। সেই ছবিগুলোও ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে ইসরোর (Indian Space Research Organisation) পক্ষ থেকে। ইসরোর এক্স হ্যান্ডেলে চন্দ্রযানের তোলা একটি নতুন ভিডিও শেয়ার করা হয়েছে। জানানো হয়েছে এই ছবিগুলি তোলা হয়েছে গত ১৫ ই আগস্ট।
চাঁদের এই ছবিগুলি তুলছে ল্যান্ডার পজিশন ডিটেকশন ক্যামেরা (LPDC)। ১৭ তারিখ চন্দ্রযান যে ছবিগুলি তুলেছে তাতে স্পষ্ট চাঁদের মধ্যেকার গর্ত। এবড়ো-খেবড়ো, খানা-খন্দে ভরা চন্দ্রপৃষ্ঠ। এর আগেও ইসরোর পক্ষ থেকে বেশ কিছু চাঁদের ছবি প্রকাশ করা হয়েছিল। সেই ছবিগুলি দেখে বোঝাই যায় চাঁদে কী পরিমাণ গর্ত রয়েছে।
Chandrayaan-3 Mission:
View from the Lander Imager (LI) Camera-1
on August 17, 2023
just after the separation of the Lander Module from the Propulsion Module #Chandrayaan_3 #Ch3 pic.twitter.com/abPIyEn1Ad— ISRO (@isro) August 18, 2023
অন্যদিকে গতকাল বিকেলে জটিল ‘ডিবুস্টিং’ প্রক্রিয়ার মধ্যে দিয়ে অগ্রসর হয়েছে ল্যান্ডার ‘বিক্রম’। ইসরো জানাচ্ছে, আগামী ২৩ তারিখ নির্ধারিত অবতরণের অংশ হিসেবে এটি চন্দ্রযানের গুরুত্বপূর্ণ একটি কাজ। মহাকাশযানের থ্রাস্ট কম করে এটিকে ধীর করা হয় এই প্রক্রিয়ায়।
https://twitter.com/isro/status/1692474762369626329?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1692474762369626329%7Ctwgr%5E2e29ad437f5e4f8375e7cf8b3830d5db27b2c0b9%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Feisamay.com%2Fnation%2Fisro-shared-new-moon-video-captured-by-chandryaan-3%2Farticleshow%2F102832160.cms
টুইটারে (এক্স) ইসরো জানিয়েছে, ল্যান্ডারকে চাঁদের কক্ষপথে পৌঁছে দিয়েছে প্রোপালশন মডিউল। তার কাজ সেখানেই শেষ। এবার গতকাল চন্দ্রযান প্রক্রিয়া শুরু করেছে নিজেকে ল্যান্ডার থেকে আলাদা করার। ল্যান্ডার ‘বিক্রম’ ও তার ভেতরে থাকা রোভার আলাদা হয়ে যাওয়ার পরে চাঁদ থেকে চন্দ্রযানের দূরত্ব ১০০ কিলোমিটারের কাছাকাছি হয়ে গেছে।