A ফর অর্জুন, B ফর বলরাম! ABCD-তে পুরাণ কাহিনী বড় উদ্যোগ যোগী রাজ্যে

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় ছাত্ররা ছোট থেকে ইংরেজি অক্ষর চিনতে শেখে ‘এ ফর অ্যাপেল’, ‘বি ফর বল’ দিয়ে। কিন্তু উল্টো পথে হাঁটল উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। বদলে গেল সেই পরিচিত বইয়ের ভাষা। একটি স্কুলে ছোটদের ইংরেজি অক্ষর শেখানোর বইতে এ-তে আপেলের বদলে বসানো হয়েছে ‘অর্জুন’। বল নয়, ছোটরা বি চিনছে ‘বলরাম’ দিয়ে। আর সি-তে বিড়ালের পরিবর্তে রাখা হয়েছে চাণক্যের নাম। ইংরেজি বর্ণমালার ২৬টি অক্ষরই এভাবে পুরাণ অথবা ভারতের ঐতিহাসিক কোনও চরিত্রের নামে চিহ্নিত করা হয়েছে।

লখনউয়ের আমিনাবাদ ইন্টার কলেজে ছোটদের বইতে ইংরেজি বর্ণমালার এই পরিবর্তন করা হয়েছে। ছোট থেকেই শিশুদের মধ্যে দেশের ইতিহাস এবং পুরাণ সম্পর্কে সচেতনতা বিস্তার করাই প্রধান লক্ষ্য বলে জানা যাচ্ছে। ইংরেজি অক্ষরগুলিকে কাজে লাগিয়ে স্কুল কর্তৃপক্ষ দেশের ইতিহাস ও পুরাণের নানা চরিত্র ছোটদের চেনাতে চেয়েছে। এ ক্ষেত্রে, ডি-তে রয়েছেন ধ্রুব, ই-তে একলব্য, আই-তে ইন্দ্র এবং এইচ-এ রয়েছে হনুমান।

লখনউয়ের ওই কলেজের অধ্যক্ষ সাহেব লাল মিশ্র এই প্রসঙ্গে বলেন, ‘ভারতীয় সংস্কৃতি সম্পর্কে ছাত্রছাত্রীদের ধারণা খুব কম। তাই আমরা ওদের জ্ঞান বাড়ানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করেছি।’ শুধু ইংরেজি না, পাশাপাশি হিন্দি অক্ষরের ক্ষেত্রেও একই পথ নেওয়ার ভাবনাচিন্তা চলছে বলে জানান অধ্যক্ষ। তবে হিন্দিতে অক্ষরের সংখ্যা অনেক বেশি হওয়ায় তার তালিকা প্রস্তুত করতে সময় অনেকটাই বেশি লাগবে।

পুরাণ ও ইতিহাসের চরিত্রগুলির শুধু নাম নয়, তাঁদের সম্পর্কে বর্ণনাও রয়েছে ছোটদের বইতে। স্কুলের পক্ষ থেকেই সেই তালিকা এবং বর্ণনা প্রস্তুত করা হয়েছে। লখনউয়ের এই স্কুলটি ১২৫ বছরের পুরনো। ১৮৯৭ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। ছোটদের বইতে স্কুলের এই ধরনের উদ্যোগ অনেকেরই প্রশংসা কুড়িয়েছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর