হঠাৎ পরিবর্তন, বদলে গেল SSC-র মেধা তালিকা প্রকাশের নিয়ম! প্রকাশ্যে তথ্য

বাংলাহান্ট ডেস্ক : মেধা তালিকা প্রকাশের ক্ষেত্রে বড় পরিবর্তন আনল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। এবার যে কেউ অন্যের রেজাল্ট জানতে পারবেন। এতদিন পর্যন্ত প্রার্থীরা রোল নম্বর দিয়েই শুধু জানতে পারতেন তারা উত্তীর্ণ নাকি অনুত্তীর্ণ। নতুন পদ্ধতিতেই স্কুল সার্ভিস কমিশন বুধবার সন্ধ্যায় প্রকাশ করতে চলেছে উচ্চ প্রাথমিকের প্যানেল বা মেধাতালিকা।

স্কুল সার্ভিস কমিশন নতুন এই মেধাতালিকা বা প্যানেল প্রকাশ করবে ১৪ হাজারেরও বেশি প্রার্থীর জন্য। জানা যাচ্ছে এসএসসি এমনভাবে এই মেধা তালিকা তৈরি করেছে যাতে সবাই সবার রেজাল্ট জানতে পারেন। এসএসসির ওয়েবসাইটে থাকবে নাম ও রোল নম্বর সহ প্যানেলে থাকা প্রার্থীর নাম ও ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীর নাম।

এর আগে স্কুল সার্ভিস কমিশন মেধা তালিকা প্রকাশ করেছিল ২০১৮ সালে। কমিশন অবশ্য সেই সময় এই নিয়ম পালন করেনি। সম্প্রতি ফল প্রকাশের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন একাধিক বিতর্কের সম্মুখীন হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে উঠেছে অস্বচ্ছতার অভিযোগ।

আরোও পড়ুন : ফিক্সড ডিপোজিটে ৯ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে এই সংস্থাগুলি, টাকা রাখলেই কপাল খুলে যাবে

আজ যে মেধা তালিকা প্রকাশ হবে এসএসসির পক্ষ থেকে তা হাইকোর্টের নির্দেশে। কিন্তু নিজেদের স্বচ্ছতা বজায় রাখতে নতুন পন্থা অবলম্বন করেছে কমিশন। যে কেউ চাইলে অন্যের নম্বর ও তথ্য দেখতে পারবেন ওয়েবসাইটে। সব নিয়ে হাজার হাজার চাকরিপ্রার্থী আজ তাকিয়ে রয়েছেন এসএসসির মেধা তালিকার দিকে।

School Service Commission,Merit List,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

২০১৪ সালে উচ্চ প্রাথমিকে নিয়োগের পরীক্ষা হয়। এরপর ফল প্রকাশ হলে দেখা যায় তাতে রয়েছে ভুড়ি ভুড়ি অস্বচ্ছতার অভিযোগ। এসএসসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রার্থীরা আদালতের দ্বারস্থ হন। দীর্ঘ টালবাহানার পর আজ প্রকাশ হতে চলেছে ২০১৪ সালের উচ্চ প্রাথমিকের নিয়োগের ফল।