বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান সময়ে আধার কার্ড (aadhaar card) একটি খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। প্রায় সব কাজেই এই নথির প্রয়োজন হয়। তা সে ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা, গ্যাসের কানেকশন হোক কিংবা করোনা ভ্যাকসিন নেওয়ার বিষয়- সব ক্ষেত্রেই আধার কার্ড বাধ্যতামূলক।
তবে গুরুত্বপূর্ণ হলেও এই আধার কার্ডের ছবি অনেকেরই খুব অস্পষ্ট এবং তা অনেকে কাছে অপছন্দেরও বটে। কিন্তু কিছু করার নেই, অগত্যা সেই কিছুটা ‘অসুন্দর’ ছবি নিয়েই কাজ চালাতে অনেককেই। তবে এবার এমন এক উপায় এসেছে, যাতে করে আধার কার্ডের অপছন্দের ছবি বদলে ব্যবহার করতে পারবেন নিজের সুন্দর ছবি।
এই কাজের জন্য প্রথমে আপনাকে UIDAI এর ওয়েবসাইট uidai.gov.in লগইন করতে হবে। তারপর Get AADHAAR অপশনে ক্লিক করতে হবে। এরপর আধার এনরোলমেন্ট ফর্ম ডাউনলোড করে তা নিকটবর্তী আধার কেন্দ্রে জমা দিতে হবে। সেখানে আপনার বায়োমেট্রিক ডিটেল অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট, রেটিনা স্ক্যান করে নেওয়া হবে। সেইসঙ্গে সেখানেই কেন্দ্রের কর্মীরা আপনার ছবি তুলে নেবেন।
এই কাজের জন্য আধার কেন্দ্রে ২৫ টাকা এবং জিএসটি নিয়ে আধার কার্ডে আপনার নতুন ছবি আপডেট করা হবে। তবে এই নতুন ছবি আদৌ আপডেট হল কিনা তা জানার জন্য আধার কেন্দ্র থেকে আপডেট রিকোয়েস্ট নম্বর নিয়ে, পরবর্তীতে তা দেখা যেতে পারে।
এরপর নতুন ছবিসহ আধার কার্ড পেয়ে যাবেন UIDAI এর ওয়েবসাইটে। তবে তথ্য আপডেট করার ৩ মাস বা ৯০ দিনের মধ্যে নতুন ছবি সহ একটি নতুন আধার কার্ড পেয়ে যাবেন।