WHO এর নাম বদলে ‘চো’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাখুন: ক্ষোভে ফেটে পড়ল জাপান

বাংলাহান্ট ডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল জাপান (japan)। সে দেশের উপ প্রধানমন্ত্রী তারো আসো বৃহস্পতিবার বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার নাম বদলে চিনা স্বাস্থ্য সংস্থা তথা ‘চো’ (CHO) করে দেওয়া হোক। কারণ, হু চিনের (china) হাতে তামাক খেয়ে গোটা পৃথিবীকে সংকটে ফেলেছে।”

জাপানের সংসদে বক্তৃতায় হু-র প্রধান টেড্রস আধানমের কার্যত মুণ্ডপাত করেন দেশের উপ প্রধানমন্ত্রী। তিনি বলেন, করোনাভাইরাস যে গোটা পৃথিবীতে মহামারীর আকার নিতে পারে তা মূল্যায়ণ করার ক্ষমতা ও যোগ্যতা টেড্রসের নেই। এমনকি হু-প্রধানের পদ থেকে টেড্রস আধানমকে অপসারণের জন্য বিশ্বজুড়ে দাবি ওঠা উচিত বলেও মন্তব্য করেছেন জাপানের উপ প্রধানমন্ত্রী। তাঁর কথায় এ ব্যাপারে অনলাইনে সবাই পিটিশন দাখিল করুক। তারো আসো জানিয়েছেন, ইতিমধ্যেই ৫ লক্ষ পিটিশন জমা পড়েছে টেড্রসকে অপসারণের দাবিতে।

outbreak coronavirus world 1024x506px

করোনাভাইরাসের (corona virus) সংক্রমণ দ্রুত কীরকম দাবানলের মতো ছড়াতে পারে তা গোটা দুনিয়া দেখতে পাচ্ছে। জ্যামিতিক হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। অথচ চোদ্দ দিনেও চিন সেটা বোঝেনি এবং হু তথা টেড্রস বাহিনী তা বিশ্বাস করে নিলেন—এ বিষয়টা নিয়ে ক্ষোভের পাহাড় জমেছে। এ ব্যাপারে শুধু জাপান নয়, আমেরিকা, ব্রিটেন সহ বহু দেশ বেজিং এবং হু-র উপর রুষ্ট। এমনকি সম্প্রতি জি২০ রাষ্ট্রগোষ্ঠীর বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (narendra modi) বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সংস্কারের প্রস্তাব দিয়েছেন।

WHO

 

প্রসঙ্গত, জাপানে এখনও পর্যন্ত প্রায় আড়াই হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫৭ জনের। জাপানের উপ প্রধানমন্ত্রী হু-র প্রধানের বিরুদ্ধে যে পিটিশনের উল্লেখ করেছেন, তার বয়ানে লেখা রয়েছে যে, হু রাজনৈতিক ভাবেও নিরপেক্ষ নয়। নইলে কোনওরকম অনুসন্ধান না করেই কীভাবে টেড্রস আধানম চিনের দেওয়া পরিসংখ্যান মেনে নিল। এদিন জাপানের উপ প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন প্রধান মার্গারেট চ্যানেরও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন ছিল। টেড্রসও সেরকমই।

করোনাভাইরাসে চিনে কতজন আক্রান্ত হয়েছে ও কতজনের মৃত্যু হয়েছে, সে ব্যাপারে বেজিংয়ের দেওয়া তথ্যের উপর ভরসা করছে না অনেকেই। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকালও সন্দেহ প্রকাশ করেছেন।

 

সম্পর্কিত খবর