বাংলাহান্ট ডেস্ক: আবারো বদলে গেল টাইম স্লট। সিরিয়াল (Serial) শুরু বন্ধের খেলায় বদল হচ্ছে অনেক কিছুরই। যার মধ্যে অন্যতম সম্প্রচার সময়। টিআরপির পেছনে ছুটতে গিয়ে একের পর এক সিরিয়াল বন্ধ করছে চ্যানেলগুলি। একটি ধারাবাহিক বন্ধ হতেই তার জায়গা নিচ্ছে নতুন একটি গল্প। কিন্তু নতুন সিরিয়াল আসা যাওয়ার মাঝে পড়ে যাচ্ছে পুরনো শো গুলি। নতুনদের জায়গা ঠিক করতে বদলাতে হচ্ছে পুরনো দের সময়। জি বাংলায় (Zee Bangla) আগামীতে এমনি একটি বদল হতে চলেছে আবারো।
জি এর জনপ্রিয় সিরিয়াল ‘তোমার খোলা হাওয়া’ বন্ধ হতে চলেছে খুব শীঘ্রই। জি বাংলার নিজস্ব প্রযোজনার সিরিয়াল তোমার খোলা হাওয়া। গত বছর ডিসেম্বর মাসে শুরু হয়েছিল এই সিরিয়াল। বেশ অন্য রকম গল্পের প্রতিশ্রুতি দিয়েই পথচলা শুরু করেছিল এই ধারাবাহিক। কিন্তু শুরু হওয়ার পরপরই বদলেছে প্লট। তবুও বাংলা সিরিয়ালের সবথেকে কম বয়সী শাশুড়ি বিশেষ নজর কাড়তে পারেনি দর্শকদের।
রাত সাড়ে নটার স্লটে প্রতিদ্বন্দ্বী বাংলা সেরা ‘অনুরাগের ছোঁয়া’কে হারাতে না পারায় স্লট বদলে দেওয়া হয় তোমার খোলা হাওয়ার। সোজাসুজি রাত থেকে দুপুরের একার স্লটে পাঠিয়ে দেওয়া হয় এই ধারাবাহিককে। কোনো সিরিয়ালের সঙ্গে টক্কর না থাকলেও টিআরপিতে বিশেষ হেরফের আসেনি। তাই এবার পাকাপাকি ভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে তোমার খোলা হাওয়া।
দুপুর তিনটের স্লটে সম্প্রচারিত হত তোমার খোলা হাওয়া। তার ঠিক আগে দুপুর আড়াইটের স্লটে দেখা যায় জি এর নতুন গেম শো ‘ঘরে ঘরে জি বাংলা’। অপরাজিতা আঢ্য এবং বিশ্বনাথ বসু সঞ্চালিত শোটি শুরু হয়েছে বেশ কয়েক মাস হল। এই শোও শুরু থেকে একাধিকবার স্লট বদলের সাক্ষী থেকেছে। কিন্তু চ্যানেলের অন্য দুটি শোয়ের মতো টিআরপি আসেনি এর থেকে।
বর্তমানে নন ফিকশন শো গুলির মধ্যে সবথেকে কম টিআরপি ঘরে ঘরে জি বাংলার। দুপুরের স্লটে যাওয়ার পরে আরো কমেছে নম্বর। তাই এবার ফের সময় বদল হচ্ছে এই শোয়ের। তোমার খোলা হাওয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বদলে যাবে ঘরে ঘরে জি বাংলার সময়ও। এবার থেকে আর দুপুর আড়াইটে না, বিকেল সাড়ে চারটের স্লটে দেখা যাবে এই শো। তবে চ্যানেলের অন্যান্য সিরিয়াল গুলির টাইম স্লট এখনো একই রয়েছে বলেই জানা যাচ্ছে।