জুন মাসের প্রথম দিনেই বদলে যাবে একগুচ্ছ নিয়ম, জেনে নিন কোন ক্ষেত্রে কি বদল

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ মে মাসের শেষ দিনে ভারতে (india) লকডাউনের চতুর্থ দফা পূর্ণ হবে। রেল (railway), রেশন ( ration), বিমান ( Airlines) সংক্রান্ত বেশ কিছু নিয়ম, বদলাবে পেট্রোল ডিজেলের ( petrol diesel ) দামও। এক নজরে জেনে নিন কি কি পরিবর্তন আসছে

রেল (rail)

ভারতীয় রেল (Indian Railways) ১লা জুন থেকে রোজ ২০০ টি নন এসি ট্রেন চালানো শুরু করছে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal)) ট্যুইট করে এই কথা জানান। গোয়েল জানান, ভারতীয় রেল ১লা জুন থেকে নিজের সময় সরণি হিসেবে প্রতিদিন ২০০ টি করে নন এসি ট্রেন চালানো শুরু করছে। পীযূষ গোয়েল ট্যুইট করে লেখেন, ‘শ্রমিকদের জন্য সুখবর, আজকের দিন থেকে প্রায় ২০০ টি শ্রমিক স্পেশ্যাল ট্রেন চলতে পারে। আর পরে ওই ট্রেনের সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে।

রেশন (ration)

আত্মনির্ভর ভারত প্যকেজের দ্বিতীয় দিনে মোদি সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, এক দেশ এক রেশন কার্ড চালু করতে চলেছে কেন্দ্র। এর ফলে পরিযায়ী শ্রমিকরা দেশের যে যে কোনো অঞ্চল থেকেই রেশন তুলতে পারবে। এই নতুন রেশন ব্যবস্থা চালু হচ্ছে ১ জুন থেকে।
নির্মলা সীতারমন এদিন বলেন, “পিডিএসের ৮৩ শতাংশ জনসংখ্যার ২৩ টি রাজ্যে সাতষট্টি কোটি সুবিধাভোগী আগস্ট ২০২০ সালের মধ্যে জাতীয় বহনযোগ্যতার আওতায় আসবে”।

সমস্ত রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে রেশন দেওয়া হবে। তিনি জানান, যেসব শ্রমিকদের কাছে রেশন কার্ড নেই তাঁরাও এই সুবিধা পাবে। তিনি জানান, পরিযায়ী শ্রমিকেরা ন্যাশানাল ফুড সিকিউরিটি আইন অনুযায়ী রেজিস্টার না থাকলেও এই সুবিধা গ্রহণ করতে পারবে।সমস্ত পরিযায়ী শ্রমিকদের মাথা পিছু ৫ কেজি চাল আর প্রতি পরিবার পিছু এক কেজি ছোলা দেওয়া হবে। কেন্দ্র সরকারের এই পদক্ষেপ সোজাসুজি ৮ কোটি পরিযায়ী শ্রমিক উপকৃত হবে। দুই মাসে কেন্দ্র সরকার দ্বারা মোট ৩ হাজার ৫০০ কোটি টাকা খরচ করা হবে

পেট্রোল-ডিজেল (petrol diesel)

গণপরিবহন চালু হলে চাহিদার সাথে তাল মিলিয়ে বাড়বে পেট্রল ও ডিজেলের দাম। লকডাউন উঠানোর পরে তেল সংস্থাগুলি প্রতিদিন পেট্রোল এবং ডিজেলের দাম পর্যালোচনা শুরু করবে। আবগারি শুল্ক বৃদ্ধির কারণে সংস্থাগুলি তাদের লাভ-ক্ষতি পর্যালোচনা করবে। এছাড়াও অপরিশোধিত তেলের দাম বাড়ার ক্ষেত্রে সংস্থাগুলিও তেলের দাম বাড়িয়ে দিতে পারে।

ইতিমধ্যেই তেলের ওপর অতিরিক্ত অন্তঃশুক্ল বসিয়েছে মোদি সরকার । পেট্রোল‌ে লিটার প্রতি ১০ টাকা ও ডিজেলে লিটার প্রতি ১৩ টাকা করে অন্তঃশুল্ক বসানো হল। মঙ্গলবার মধ্যরাত থেকেই কার্যকর হল এই বর্ধিত অন্তঃশুল্ক। যার ফলে বিশ্ব বাজারে তলানিতে ঠেকা তেলের দামের কোনো সুবিধা পাবেন না দেশবাসী।

New Delhi: Aeroplanes parked at IGI Airport, during the ongoing COVID-19 lockdown, in New Delhi,

বিমান পরিষেবা (Airlines)

১ জুন থেকে শুরু হতে চলেছে GoAir ফ্লাইট- বাজেট কেরিয়ার। এই বিমান সরকারি নির্দেশ ও নিয়ম মেনে চলবে।

Muslim women attend a mass prayer for Eid al-Adha in Lahore October 6, 2014.

উপাসনা (prayer)

জুন মাসের ১ তারিখ থেকে সমস্ত রাজ্যের সমস্ত উপাসনালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ধর্মীয় স্থানে ১০ জনের বেশী একসাথে ঢুকতে পারবেন না, করা যাবে না জমায়েতও। এর আগে কর্ণাটকের সরকার কেন্দ্রের কাছে উপাসনালয় গুলি খুলে দেওয়ার অনুমতি চেয়েছিল।

সম্পর্কিত খবর

X