বাংলাহান্ট ডেস্ক : একগুচ্ছ সিরিয়াল (Serial) শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে বিভিন্ন চ্যানেলে। কিছু ধারাবাহিক শুরু হতে চলেছে, কিছু সিরিয়াল আবার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যেমন জি বাংলায় যেমন সদ্য শুরু হয়েছে ‘দুগ্গামণি ও বাঘমামা’। দর্শকদের নজরও কেড়ে নিয়েছে সিরিয়ালটি (Serial)। জমাটি গল্পে বুঁদ হয়ে গিয়েছেন দর্শকরা।
নতুন সিরিয়াল (Serial) শুরু হচ্ছে জি বাংলায়
রাত সাড়ে নটার স্লটে শুরু হয়েছে নতুন সিরিয়ালটি (Serial)। এই স্লটে আগে সম্প্রচারিত হত ‘মিঠিঝোরা’। তবে দুগ্গামণির জন্য স্লট বদল হয়েছে এই সিরিয়ালের। রাত দশটা পনেরোর সময়ে দেখা যাচ্ছে রাই অনির্বাণের কাহিনি। এছাড়াও আরো দুটি ধারাবাহিক (Serial) শুরু হতে চলেছে জি বাংলায়।
কখন কোন সিরিয়াল হবে: ‘তুই আমার হিরো’ সিরিয়ালটি (Serial) আসছে সন্ধ্যা ছটার স্লটে। আগামী ৯ ই মার্চ শেষ হতে চলেছে ‘নিম ফুলের মধু’। তারপর ১০ তারিখ থেকে ওই স্লটে দেখা যাবে নতুন সিরিয়ালটি। অন্যদিকে আরেক নতুন সিরিয়াল (Serial) ‘চিরদিনই তুমি যে আমার’ আসছে সন্ধ্যা সাড়ে ছটার স্লটে। কিন্তু ওই সময়ে বর্তমানে দেখা যাচ্ছে ‘আনন্দী’ সিরিয়ালটি। বেশ কিছুদিন পর্যন্ত এই ধারাবাহিকের নতুন স্লট না দেওয়ায় চিন্তায় পড়েছিলেন দর্শকরা।
আরো পড়ুন : ইন্ডাস্ট্রি কাঁপিয়ে “লোক দেখানো” বিয়ে, চুক্তি ফুরোতেই আলাদা হচ্ছেন নীল-তৃণা! বিষ্ফোরক নায়িকা
কী ঘোষণা হল: টেলিপাড়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, আনন্দী নাকি শেষ হয়ে যাচ্ছে। গল্প জমে ওঠার আগে মাত্র মাসেই সিরিয়াল (Serial) শেষের জল্পনায় মন ভেঙে গিয়েছিল অনেকের। শেষমেষ সামনে এল আনন্দী নিয়ে বড় খবর। সত্যিই শেষ হয়ে যাবে সিরিয়াল, নাকি স্লট বদল হবে ধারাবাহিকের (Serial)?
আরো পড়ুন : সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে সিরিয়ালে এন্ট্রি “ফুগলা”র! বিরাট চমক দিল জি বাংলার মেগা
অবশেষে সামনে এল আনন্দীর স্লট। যেমনটা জল্পনা ছিল সেটাই সত্যি হল। সাড়ে পাঁচটার স্লটে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই সিরিয়ালকে। সম্ভবত শেষ হয়ে যাবে ‘অমর সঙ্গী’। টিআরপি কম থাকাতেই এই সিরিয়াল শেষ হচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে এ বিষয়ে চ্যানেলের তরফে কিছু জানানো হয়নি এখনো।