রামপুরহাটের পর রক্তাক্ত বিধানসভা, ঘুষি মেরে TMC বিধায়কের নাক ফাটালেন শুভেন্দু অধিকারী! ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : রামপুরহাট গণহত্যা কাণ্ড নিয়ে গত এক সপ্তাহ ধরেই তোলপাড় রাজ্য রাজনীতি। সেই উত্তেজনার উত্তাপ যে বিধানসভাতেও ছড়াবে তেমনটাই স্বাভাবিক। কিন্তু সোমবার বিধানসভার নাটকীয়তা ছাড়িয়ে গেল যেন ছায়াছবির প্লটকেও৷ তৃণমূলের বিধায়কদের সঙ্গে বিজেপি বিধায়কদের হাতাহাতিতে রক্তে ভিজল বিধানসভা। নাক ফাটল এক তৃণমূল নেতার। অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীই মেরে নাক ফাটিয়ে দিয়েছেন ওই তৃণমূল বিধায়কের। আপাতত এসএসকেএমে চিকিৎসাধীন তিনি।

সোমবার সকাল থেকেই বিধানসভায় চড়তে থাকে উত্তেজনার পারদ৷ বগটুই গণহত্যা কাণ্ডের প্রতিবাদে বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির জনপ্রতিনিধিরা। স্পিকার তাঁদের আটকানোর চেষ্টা করলে রোষের মুখে পড়তে হয় তাঁকেও। এরপরই জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে বিধানসভা ছেড়ে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। তারপরই তৃণমূল বিধায়ককের সঙ্গে হাতাহাতি বাঁধে বিজেপি বিধায়কদের। সেই ধস্তাধস্তিতে জামা ছিঁড়ে যায় বিজেপির পারিষদীয় দলনেতা মনোজ টিগ্গার। চশমা ভেঙে যায় এক বিধায়কের। নাক ফেটে রক্তারক্তি বাঁধে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। অসিতবাবুর সরাসরি অভিযোগ, বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীই মেরে নাক ফাটিয়ে দিয়েছেন তাঁর। আপাতত এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে আহত তৃণমূল নেতার।

   

সোমবারই শেষ হচ্ছে রাজ্যের বিধানসভা অধিবেশন। তার মধ্যেই রাজ্যের জনপ্রতিনিধিদের এহেন অশিষ্ট আচরণে কার্যতই সমালোচনার ঝড় বিভিন্ন মহলে। এদিন শুরুতেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় একহাত নেন বিজেপি বিধায়কদের। তিনি বলেন, ‘আপনারা গত কয়েকদিন ধরে অধিবেশনের কাজ চালাতে সমস্যা তৈরি করেছেন। স্লোগান দিয়েছেন, চিৎকার করেছেন, ওয়াক আউট করেছেন।পুলিশ বাজেটেও আপনারা উপস্থিত থাকেননি।’ আর এরপরই শুরু হয় বিজেপির বিক্ষোভ।

রামপুরহাট গণহত্যা কাণ্ডে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বাইরে এসেও বিক্ষোভ দেখান বিজেপি নেতারা। ক্রমেই নিয়ন্ত্রনের বাইরে চলে যায় পরিস্থিতি। চরম উত্তেজনা ছড়ায় বিধানসভায়। তারপরই হাতাহাতি লাগে দুদলের। এখনও অবধি অবশ্য অসিত মজুমদারের নাক ফাটানোর অভিযোগের প্রেক্ষিতে কোনও পালটা মন্তব্য করতে দেখা যায়নি শুভেন্দু অধিকারীকে। স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পুরো ঘটনাটির ভিডিও।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর