আদালত চত্বরে রত্না-শোভনের কলতলার ঝগড়া! চুপটি করে দাঁড়িয়ে রইলেন বৈশাখী, ভাইরাল ভিডিও

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আদালতে চলছে শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee) বিবাহবিচ্ছেদ মামলা। আর শনিবার সেই মামলার শুনানিতে এসেই আলিপুর আদালত চত্বরে বাগ বিতণ্ডায় জড়ালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ও জনপ্রতিনিধি রত্না চট্টোপাধ্যায়। ঘটনাচক্রে সেই সময় সেখানে উপস্থিত ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও (Baisakhi Banerjee)। তবে এদিন বৈশাখী মুখে কুলুপ এঁটে ছিলেন। দু’জনের ঝগড়ার মাঝে কোনও কথা না বলে শুধুমাত্র সব দাঁড়িয়ে শুনছিলেন শোভনবাবুর বান্ধবী।

গতকাল বিবাহবিচ্ছেদ মামলার শুনানিতে আলিপুর আদালতে ঠিক সময়েই পৌঁছে যান রত্না চট্টোপাধ্যায়। বৈশাখীকে নিয়ে হাজির হন শোভন চট্টোপাধ্যায়ও। শুনানি শুরু হলে সবটাই ঠিকমতো চলছিলো তবে মাঝে চা বিরতিতেই বিপত্তি। কোর্ট চত্বরেই তুমুল ঝামেলায় জড়িয়ে পড়েন শোভন-রত্না।

জানা গিয়েছে, ঝগড়ায় এতটাই চিৎকার-চেঁচামেচি হচ্ছিল যে তা দেখতে লোকজনও জড়ো হয়ে যায়। একবার রত্না চেঁচান, তো পরক্ষণেই শোভন। তবে সেই সময় বৈশাখী দূরে দাঁড়িয়ে চুপটি করে সবটা শুধু দেখেই গিয়েছেন। মুখ থেকে একটি শব্দও ব্যয় করেননি তিঁনি। প্রায় ১০ মিনিট সময় মতো দুজনার মধ্যে ঝগড়া চলেছে বলে খবর।

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে নরম স্বরেই চলছিল ঝগড়া। তারপরেই বাড়ে তেজ। কখনও রত্না তুমুল চেঁচাচ্ছিলেন, আবার কখনও শোভন চিৎকার। শোনা গিয়েছে রত্না নাকি চিৎকার করে বলছিলেন তাঁদের সম্পত্তির অনেকটাই দখল করে রেখেছেন শোভন। গোলপার্কের যে আবাসনে শোভন রয়েছেন সেটাও নাকি তাঁর ভাইয়ের। অন্যদিকে শোভনও নাকি চেঁচিয়ে জবাব দেন, তাঁর অনেক কিছু এখনও রত্না ও তাঁর পরিবার দখল করে বসে আছে।

Ratna Chatterjee said about Sovan Chatterjee Baishakhi Bandyopadhyay

ইতিমধ্যেই শোভন-রত্নার ঝগড়ার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Video Viral) হয়েছে। তবে সেইসব ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি। যদিও এই প্রথম নয়, এর আগেও দুজনার মধ্যে ঝামেলা চলেছে। তবে এবার খোলা আদালত চত্বরে চরম পরিস্থিতি তৈরি হওয়ায় সকলের নজরে আসে বিষয়টি।

 

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X